এআইয়ের সাহায্য নিয়ে ৫০ বছর পর মুক্তি পেল বিটলসের নতুন গান
ব্যান্ড ভেঙে যাওয়ার ৫০ বছর পর মুক্তি পেল দ্য বিটলসের নতুন গান। জনপ্রিয় এই ব্যান্ডের নতুন গান প্রকাশের খবর তাই ভক্তদের কাছে এসেছে চমক হয়ে।
২ নভেম্বর মুক্তি পেয়েছে 'নাউ অ্যান্ড দেন' শিরোনামের বিটলসের এই নতুন গান। আর গানটি তৈরি করতে নেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য।
সদ্য মুক্তি পাওয়া গানটিকে বলা হচ্ছে বিটলসের সর্বশেষ গান। এর একটি মিউজিক ভিডিও-ও বানানো হয়েছে। গান ও মিউজিক ভিডিও দুটো তৈরিতেই নেওয়া হয়েছে এআইয়ের সাহায্য।
গত জুনে জানা গিয়েছিল, ১৯৮০ সালে খুন হওয়ার আগে সত্তরের দশকে গানটি ডেমো রেকর্ড করেছিলেন ব্যান্ডের সদস্য জন লেনন। নিজের অ্যাপার্টমেন্টে বসে পিয়ানো বাজিয়ে একটি বুম বক্সে গানটির ডেমো রেকর্ড করেন তিনি।
১৯৯৪ সালে লেননের স্ত্রী ইয়োকো ওনোর কাছ থেকে ওই ডেমো টেপ সংগ্রহ করেন পল ম্যাককার্টনি। ১৯৯০-এর দশকে বিটলসের অন্য সদস্যরা গানটি রেকর্ড করার চেষ্টা করেছিলেন। কিন্তু মানগত সমস্যার কারণে তখন সে চেষ্টা সফল হয়নি।
এরপর লেননের গানটি নিয়ে কাজ করে যান বিটলসের বাকি জীবিত সদস্যরা। ২০০১ সালে মারা যান জর্জ হ্যারিসন; তবে কাজ চালিয়ে যান ম্যাককার্টনি ও রিংগো স্টার।
অবশেষে গত বছর এআইয়ের সাহায্য নিয়ে গানটি শেষ করেছেন পল ম্যাককার্টনি ও রিংগো স্টার। ম্যাককার্টনি সংবাদমাধ্যমকে জানান, এআই প্রোগ্রামের সাহায্যে শব্দের 'নয়েজ' মোছা হয়েছে।
টাইমস জানিয়েছে, লেননের কণ্ঠ বা পিয়ানোর সুরে কৃত্রিমভাবে কোনো শব্দ বসানো হয়নি। এআই ব্যবহার করা হয়েছে স্রেফ মূল রেকর্ডের শব্দ পরিচ্ছন্ন করার কাজে।
এআইয়ের ব্যবহার নিয়ে ম্যাককার্টনি এক বিবৃতিতে বলেছিলেন, 'গানটির জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে বিটলসের প্রয়াত জন লেননের কণ্ঠ আলাদা করা হয়। বলা যায়, কাজটি করতে গিয়ে একধরনের পরাবাস্তব অভিজ্ঞতা হয়েছে। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর আমাদের তাড়া করেছে।'