‘আটকা পড়া’ মানুষদের ওপর ইসরায়েলের ‘ইচ্ছাকৃত বোমাবর্ষণের’ কড়া সমালোচনা অ্যাঞ্জেলিনা জোলির
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সামগ্রিক শাস্তি দিচ্ছে ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলার পর এ মন্তব্য করেন তিনি।
একটি ইনস্টাগ্রাম পোস্টে জোলি বলেন, 'ফাঁদে আটকা পড়া, পালানোর কোনো জায়গা নেই, এমন এক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত বোমা হামলা চালিয়েছে' ইসরায়েল। তার ওই পোস্ট ৩৮ লাখের বেশি লাইক পেয়েছে।
জোলি লেখেন, গাজায় 'পুরো পরিবারকে হত্যা করা হচ্ছে'। আর সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে সেই হত্যাকাণ্ড দেখছে। অনেক সরকারের সক্রিয় সমর্থনে লাখ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে—শিশু, নারী, পরিবারের সদস্য—হরেদরে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করছে বলে উল্লেখ করেন জোলি।
জোলি লিখছেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ফিলিস্তিনিদের 'খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত করছে' ফিলিস্তিন।
অবরুদ্ধ গাজা উপত্যকা 'দ্রুত গণকবরে পরিণত হচ্ছে বলে' উল্লেখ করেন এই হলিউড তারকা।
এর আগেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কথা বলেছেন জোলি। এর আগে ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন, 'ইসরায়েলে যা হয়েছে, তা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু এজন্য আপনি গাজায় বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ করতে পারেন না, নিরপরাধ মানুষের জীবন নিতে পারেন না। তাদের কোথায় যাওয়ার জায়গা নেই, খাবার বা পানি নেই। এমনকি সীমান্ত পার হয়ে শরণার্থী হিসেবে মৌলিক অধিকার দাবি করার উপায়ও নেই।'
এবারই প্রথম নয়, দীর্ঘদিন ধরে বিশ্বের যেকোনো প্রান্তে মানবিক সংকট তৈরি হলে সোচ্চার হয়েছেন এই অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হয়ে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।