বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!
বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভিক্যাটের প্রেম থেকে বিয়ে, তারপর হানিমুন কিংবা কার্বা চৌথ- সবকিছুই যেন স্বপ্নের মতো। শ্বশুর,শাশুড়ি, দেবরকে নিয়ে দিব্যি সংসার করছেন এই বলিউড অভিনেত্রী। আর ভিকি কৌশলের পরিবারও যে তাকে ভীষণ পছন্দ করে ও ভালোবাসে সেটিও এখন স্পষ্ট।
কৌশল পরিবারের বড় বউ বলে কথা, একটু তো বেশিই আদর তো পাবেনই ক্যাটরিনা! তাই আদর করে ছেলের বউয়ের বিশেষ নামও রেখেছেন তারা। কী সেই নাম? সম্প্রতি ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, শ্বশুরবাড়িতে ক্যাট হয়ে গিয়েছেন আদরের 'কিট্টু'। পাঞ্জাবি পরিবারে প্রায় সবারই ডাকনাম থাকে, তারই প্রভাবে ক্যাটরিনাও পেয়েছেন সেরকম একটি নাম।
মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা 'ফোন ভূত'। ছবির প্রচারের ফাঁকেই নতুন বাড়ির গল্প করেছেন 'ব্যাং ব্যাং' তারকা। কপিল শর্মার শো-তে এসে নতুন সংসারের নানা টুকিটাকি খবর জানিয়েছেন তিনি।
শো'তে এসে ক্যাটরিনা বলেন, "মাম্মি তো প্রথম দিকে আমাকে রোজ ব্রেকফাস্টে পরোটা খাওয়ার জন্য জোর করতেন। আমি যেহেতু ডায়েটে থাকি তাই অল্প খেয়ে রেখে দিতাম। এখন মাম্মি অভ্যস্ত হয়ে গিয়েছেন। আমার জন্য মিষ্টি আলু দিয়ে খাবার তৈরি করে দেন।"
প্রায় এক বছর ধরে ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাধা পড়েন 'ভিক্যাট'। এই কয়েক মাসে দুজনেরই জীবনে এসেছে অনেক পরিবর্তন। তেমনই আরও একটি গল্প শোনালেন নায়িকা। বললেন, "শ্বশুরবাড়িতে আমায় সবাই ভালবেসে কিট্টু বলে ডাকে।" হিট, ফ্লপের মাঝে নায়িকা নিজের জীবন যে বেশ গুছিয়ে নিয়েছেন এই গল্পগুলো যেন তারই প্রমাণ।
সূত্র: সিয়াসাত