'কৃশ ৪'-এ থাকবে বিশ্বমানের ভিএফএক্স প্রযুক্তি, জানালেন রাকেশ রোশন
বলিউড চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন ঘোষণা দিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র 'কৃশ ৪'- এ বিশ্বমানের ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে এবিং অনেক স্পেশাল ইফেক্টও থাকবে। সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান:শিবা' দেখে এর প্রশংসায় পঞ্চমুখ রাকেশ। উল্লেখ্য যে, পরিচালক অয়ন মুখার্জি 'ব্রহ্মাস্ত্র'তে প্রচুর ভিএফএক্স ব্যবহার করেছেন।
বিগ বাজেটের ভিএফএক্স প্রযুক্তিনির্ভর সিমেমার সাথে ভালো পরিচয় রয়েছে নির্মাতা রাকেশ রোশনের। তিনি মনে করেন, ভারতের ভিএফএক্স প্রযুক্তি আন্তর্জাতিক সমমানের।
টাইমস অব ইন্ডিয়াকে রাকেশ বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তুলনা করে বলিউডে সিনেমা নির্মাণ করতে হবে, সেজন্য সেরা প্রচেষ্টাই দিতে হবে এখানে। এর আগে নিজের ছেলে হৃত্বিক অভিনীত 'কৃশ ৩' পরিচালনা করেছেন রাকেশ এবং ছবিটি ভারতে বেশ জনপ্রিয়তাও পেয়েছে।
এদিকে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' সিনেমার। ঊল চরিত্র শিবার ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, যার মধ্যে কিনা আগুনকে নিজের নিয়ন্ত্রণে রাখার বিশেষ ক্ষমতা রয়েছে। দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যেই ৪০০ কোটি রূপির বেশি ব্যবসা করে ফেলেছে।
'ব্রহ্মাস্ত্র' সিনেমাকে 'দুর্দান্ত' বলে আখ্যা দিয়েছেন রাকেশ। তিনি বলেন, ভারতীয় ও পশ্চিমা সিনেমার ভিএফএক্সের মধ্যে একমাত্র পার্থক্য হলো- 'হলিউডের অভিজ্ঞতা অনেক বেশি'।
রাকেশ রোশন বলেন, "হলিউড ভিএফএক্স ব্যবহার করছে বহু বছর আগে থেকে। তাই তাদের কাজের গতি, বুঝার ক্ষমতা ও ভিজুয়ালাইজেশন অনেক দ্রুততর।"
তাছাড়া ভিএফএক্স সমৃদ্ধ একটি ছবি তিন মাসে শেষ করা যায়না বলে জানান এই পরিচালক। সেই সাথে তরুণরাও হলিউডের ভিএফএক্স দেখে বেশি অভ্যস্ত।
জানা গেছে, 'কৃশ ৪' এখনো প্রোডাকশন-পূর্ব অবস্থায় আছে। এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ভালো সংস্করণ 'কৃশ ৪' এ দেখা যাবে বলে আশাবাদী রাকেশ রোশন ও হৃত্বিক রোশন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস