রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে 'দ্য ক্রাউন' এর কাজ স্থগিত
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বন্ধ রাখা হয়েছে 'দ্য ক্রাউন' সিরিজের প্রোডাকশন।
রানি এলিজাবেথ ও তার রাজ পরিবার নিয়েই নির্মিত নেটফ্লিক্সের এই প্রশংসিত সিরিজ।
শুক্রবার সিরিজের একজন মুখপাত্র জানান, রানির প্রতি সম্মান জানিয়ে প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও প্রোডাকশন বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
বর্তমানে 'দ্য ক্রাউন' এর ষষ্ঠ সিজনের প্রযোজনা চলছে। সিরিজের প্রথম দুই সিজনে রাজকন্যা এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেন ক্লেয়ার ফয়। রাজকন্যা থেকে রানি হয়ে ওঠার পুরো ঐতিহাসিক ঘটনাতেই রানির চরিত্রে অভিনয় করেন তিনি।
সিরিজের তৃতীয় ও চতুর্থ সিজনে পরিণত বয়সের রানি এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেন অলিভিয়া কোলম্যান।
সিরিজের পঞ্চম সিজনের টাইমলাইন বর্তমান সময়ের কাছাকাছি চলে এসেছে। এই সিজনে রানির ভূমিকায় অভিনয় করছেন ইমেল্ডা স্টাউনটন।