হৃতিক থেকে রণবীর সিং- বড়পর্দায় ‘অ্যান্টি-হিরো’র চরিত্রে বাজিমাত করেছে যেসব বলিউড তারকা
সাইফ আলি খান এবং হৃতিক রোশনের আসন্ন সিনেমা 'বিক্রম বেদা'। হৃতিককে এ ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে। নায়ক নন, তিনি আসলে এ ছবির ভিলেন। সবাই তাকে 'অ্যান্টি-হিরো' বলে ডাকে।
শুধু হৃতিকই নন, তার আগেও অনেক বলিউড সুপারস্টার বড় পর্দায় অ্যান্টি-হিরোর চরিত্রে মাত করেছেন। চলুন দেখে নেই তাদের কয়েকজনকে-
শাহরুখ খান- শাহরুখ এমন একজন অভিনেতা যিনি বড় পর্দায় অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। ডার, ডন, ডন ২, বাজিগর এবং আনজাম- কিং খান এই সব সিনেমায় ধূসর চরিত্রে অভিনয় করেছেন।
সঞ্জয় দত্ত- ৯০'র দশকের গোড়ার দিকে তারকারা অ্যান্টি-হিরো ভূমিকা নিয়ে অনেক নিরীক্ষা করেছিলেন। 'নায়ক নেহি খলনায়ক হুঁ মে', সঞ্জয় দত্ত তার 'খলনায়ক' সিনেমার টাইটেল ট্র্যাকে নাচতে গিয়ে গর্ব করে একথা বলেছিলেন।
রণবীর সিং- রণবীর সিং 'পদ্মাবতে'র অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তিনি ছবিতে নায়ক ছিলেন না। তিনি স্বাচ্ছন্দ্যে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এবং সবাইকে মুগ্ধ করেছেন। এটি রণবীরের সেরা অভিনয়গুলোর মধ্যে অন্যতম।
জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খান– জন আব্রাহাম, হৃতিক রোশন এবং আমির খান- এই তিন অভিনেতাই ধুম ফ্র্যাঞ্চাইজিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় তাদের স্টাইল দুর্দান্ত ছিল।