'রাজা পঞ্চদশ লুই' হয়ে বড় পর্দায় ফিরছেন জনি ডেপ
সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলা-সংক্রান্ত ঝামেলার পর প্রথমবারের মতো বড় পর্দায় ফিরছেন হলিউড অভিনেতা জনি ডেপ। 'জ্যাঁ দো বাঘি' চলচ্চিত্রে ফরাসি রাজা পঞ্চদশ লুই এর চরিত্রে অভিনয় করেছেন ডেপ। সিনেমায় ডেপের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে বুধবার।
১৭১৫ সাল থেকে ১৭৭৪ সাল পর্যন্ত ফ্রান্সের সিংহাসনে ছিলেন রাজা পঞ্চদশ লুই। ইতিহাসনির্ভর এই চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে গত জুলাইয়ে। ভ্যারাইটির প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিনেমার দৃশ্যপটে রয়েছে ফ্রান্সের ভার্সেই প্রাসাদের মতো কিছু ঐতিহাসিক স্থান। এর আগে গত জুনে বেণী করা চুল এবং ক্লিনশেভ লুকে ধরা দিয়েছিলেন ডেপ। 'জ্যাঁ দো বাঘি' ছবির কস্টিউম ট্রায়াল দেওয়া শেষেই ছবিগুলো তোলা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমের দাবি।
ফরাসি চলচ্চিত্র নির্মাতা মাইওয়েন পরিচালিত এই সিনেমার গল্প রাজা পঞ্চদশ লুইয়ের সর্বশেষ উপপত্নী জ্যাঁ দো বাঘিকে কেন্দ্র করে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া জ্যাঁ দো বাঘি কিভাবে পঞ্চদশ লুইয়ের স্নেহের বন্ধনে বাঁধা পড়েন সেটিই দেখানো হবে ছবিতে।
সিনেমার ফার্স্ট লুকে ডেপের দেখা মিলেছে উইগ পরা ও চোখে কালো কাপড় বাঁধা অবস্থায়। বহুদিন পর প্রিয় অভিনেতার প্রত্যাবর্তনে দারুণ উত্তেজিত ভক্তরা। কে জানে, 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হয়তো আরো বড় চমক নিয়ে হাজির হবেন সামনের দিনগুলোতে!
সূত্র: হিন্দুস্তান টাইমস