'অনেক আপত্তিকর মন্তব্য পাই, পোস্ট করার আগে প্রচুর ভাবতে হয়', ট্রোলিং নিয়ে অমিতাভ

বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন। যুগের পর যুগ বলিউডে রাজত্ব করছেন তিনি। বড় পর্দায় দাপিয়ে বেড়ানো থেকে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)' এর সঞ্চালকের আসনে রয়েছেন। নেটমাধ্যমেও দারুণ সক্রিয় বিগ বি। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে নিত্যদিন পোস্ট করেন। ভালোবাসেন ব্লগ লিখতেও।
তবে সম্প্রতি জানালেন, নেটমাধ্যমে যে কোনও পোস্ট করার আগে অনেক ভাবনাচিন্তা করেন অমিতাভ। বিগ বির কথায়, প্রায়ই ট্রোলিং এবং গালিগালাজের মুখোমুখি হতে হয় তাকে। এগুলো থেকে দূরে থাকতে চান তিনি। কেবিসির মঞ্চেই এসব তুলে ধরেন তিনি।
সেদিন কেবিসির হট সিটে বসা ছিলেন মুম্বাইয়ের এক প্রতিযোগী। অমিতাভ শেয়ার করেন কীভাবে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করেন। ট্রোলড হওয়ার বিষয়ে বিগ বি বলেন, 'আমাকে ব্লগিং সম্পর্কে বলা হয় এবং ব্লগ লিখতে শুরু করি। আমি এইসব কিছুতেই বুঝি না। প্রায়শই আমি একটি করে ছবি পোস্ট করি বা কিছু লিখি। এরপরই আমাকে ট্রোল করা হয়। অনেক আপত্তিজনক মন্তব্য পাই। গালিগালাজ করে।'
অভিনেতা-সঞ্চালক বলেন, 'আমি জানতাম না যে লোকেরা আপনার পোস্ট করা ছবিতেও মন্তব্য করতে পারে। কেউ লিখেছেন, নিজকে কী মনে করেন। এবং আরও অনেক কিছু যা আমি মুখে আনতে পারব না। লেখার আগে অনেক ভাবতে হয়। আমাকে কিছু পোস্ট করার আগে অনেক চিন্তা করতে হয়।'
পরে অবশ্য শোয়ে একটি মজার ঘটনাও স্মরণ করেন অমিতাভ। অভিনেতা বলেন, 'একটি রাজনৈতিক স্তরের অনুষ্ঠানে বিরাট খাওয়াদাওয়ার আয়োজন ছিল- যেখানে প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছিলেন। খাবারের পর বড় পাত্রে গোলাপের পাঁপড়ি ছিটানো হাত ধোওয়ার বাটি আসে। অতিথি মনে করেন ওটাও একটা কোনও খাবারের ডিশ। উনি পান করে নেন। অতিথি যেন বিব্রতবোধ না করেন, তাই আমাদের (ভারতের) প্রধানমন্ত্রীও তা পান করেন।'