কর ফাঁকি! অভিযোগ প্রমাণিত হলে ৮ বছরের জেল হতে পারে শাকিরার
কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে কলম্বিয়ান গায়িকা শাকিরার ৮ বছরের জেল ও ২৪ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছেন স্প্যানিশ আইনজীবীরা। খবর বিবিসির।
২০১২ থেকে ২০১৪, এ দুই বছরে সাড়ে ১৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার উপর।
চলতি সপ্তাহের শুরুতে আইনজীবীরা এই মামলা নিষ্পত্তি এবং বন্ধ করার প্রস্তাব দিলে সেটি প্রত্যাখ্যান করেন শাকিরা। তবে মামলার শুনানির তারিখ এখনো ঠিক করা হয়নি।
জনপ্রিয় এ গায়িকার প্রতিনিধিদের একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি যে নির্দোষ, সে বিষয়ে শাকিরা সম্পূর্ণ আস্থাশীল। মামলাটিকে 'অধিকার লঙ্ঘন' হিসেবে দেখছেন তিনি।
২০১৮ সালে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়। আইনজীবীদের ভাষ্যমতে, তিনি ২০১২ থেকে ২০১৪, এ দুই বছর স্পেনে বসবাস করেছেন। কিন্তু শাকিরার আইনজীবীদের দাবি, তিনি ২০১৫ সাল পর্যন্ত বাহামাসের করদাতাদের তালিকায় ছিলেন।
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, শাকিরা ২০১২ সালে বার্সেলোনায় একটি বাড়ি কেনেন। যা পরবর্তীতে এই তারকা এবং তার সেসময়ের সঙ্গী বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের পারিবারিক বাড়িতে পরিণত হয়।
দোষী প্রমাণিত হলে তার আট বছরের জেল এবং ২৩.৮ মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে।
২০১১ সালে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে শাকিরার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপরই স্পেনে চলে যান শিল্পী।
২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাকিরা। তার আইনজীবীর দাবি, আন্তর্জাতিক ট্যুর থেকেই ২০১৪ সালে বেশির ভাগ টাকা উপার্জন করেন তিনি। ২০১৫ সালে তিনি পুরোপুরিভাবে স্পেনে চলে যান। নিয়ম মতো করও দেন সেখানে।