ভীত পুরুষদের সাহস যোগাতে বারে বিক্রি হচ্ছে ‘জনি ডেপ শট’!
জনি ডেপ বনাম অ্যাম্বার হার্ড মানহানি মামলা নিয়ে তুমুল বিতর্কের পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে হলিউড অভিনেতা জনি ডেপ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পথেঘাটে, রেস্টুরেন্টে, টিভি শো-তে শুধুই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার জয়জয়কার। এই উন্মাদনায় সর্বশেষ সংযোজন হিসেবে একটি বারে চালু হয়েছে জনি ডেপের নামে পানীয়!
সামাজিক যোগাযোগ মাধ্য্যমে ভেসে বেড়ানো একটি ছবিতে দেখা যায়, বারের মেন্যু কার্ডে একটি পানীয়র নামকরণ করা হয়েছে 'জনি ডেপ শট' নামে। নিচে এই পানীয়র বর্ণনা দেওয়া হয়েছে এভাবে- 'ভীত বা অনিরাপদ বোধ করছেন? তাহলে এক্ষুণি বারে চলে আসুন এবং একটা 'জনি ডেপ শট' অর্ডার দিন।"
এই অভিনব নামকরণের কারণ হচ্ছে, গত মাসেই প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলা জিতেছেন 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো'। তাই আকারে-ইঙ্গিতে জনি ডেপকে বেশ সাহসী-দুর্বার হিসেবে জানান দেওয়া হচ্ছে এই পানীয়র মাধ্যমে। তবে এই বার এর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
হলিউড অভিনেতার নামে চালু করা এই পানীয়র ৩টি শট –নিট, অন দ্য রকস, উইথ লাইম ওই বারে সহজলভ্য বলেও জানানো হয়েছে। কোনো ক্রেতা যদি 'নিট জনি ডেপ শট' অর্ডার করেন, তাহলে তাকে বারের কর্মীরা এগিয়ে দিয়ে আসবেন বাইরের গেট পর্যন্ত! বাকি দুটি শট পান করার পর হয় তাদেরকে ক্যাব ডেকে তুলে দেওয়া হবে, নাহয় পুলিশ ডেকে দেওয়া হবে।
বার কর্তৃপক্ষের এই আইডিয়ার প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ভক্ত মন্তব্য করেছেন, "অসাধারণ! নিপীড়ণ শুধু একটি লিঙ্গের মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না।" আরেক ব্যক্তি লিখেছেন, "এটা খুবই ভালো উদ্যোগ।' আবার কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় উল্লেখ করে বলেছেন, 'এর কোনো দরকার ছিল না, কারণ তারা চাইলে সরাসরিই পুলিশ স্টেশনে যেতে পারে।"
সূত্র: হিন্দুস্তান টাইমস