আমার ছেলেমেয়ে জানেই না আমি কী করি: করণ জোহর

করণ জোহরকে চেনেন না এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। একাধারে তিনি পরিচালক, প্রযোজক, লেখক, সঞ্চালক। অথচ বাবা কী করে তা নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই করণের সন্তানদের!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন করণ নিজেই। বাবা যে বিখ্যাত, সে কথা তার ছেলে যশ এবং মেয়ে রুহির অজানা নয়। কিন্তু এই খ্যাতির কারণ এখনও তাদের অজানা।
ছেলেমেয়েকে তাই নিজের নির্মিত প্রথম সিনেমা 'কুছ কুছ হোতা হ্যায়' দেখানোর পরিকল্পনা করছেন করণ। এই সিনেমার মাধ্যমেই ১৯৯৮ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
তার সন্তানেরা 'কফি উইথ করণ' সম্পর্কে জানে কি না জিজ্ঞেস করা হলে করণ বলেন, 'ব্যাপারটা ওরা জানে। ছবি দেখেছে। টেলিভিশনে কখনো কখনো দেখেছে। কিন্তু বিষয়টা আসলে কী, সেটা জানে না। ওরা জানে, আমি 'কফি উইথ করণ'-এর সঙ্গে যুক্ত।'
করণ মনে করেন, ওই অনুষ্ঠানটি ধৈর্য নিয়ে দেখার বয়স যশ-রুহির হয়নি।
তিনি বলেন, 'আমি যে পরিচালক, ওরা মনে হয় সেটা জানে না। জানে যে, আমি বিখ্যাত।'
'আমার কোনও ছবি ওরা দেখেনি। ওদের বয়স ছয়-সাত হলে 'কুছ কুছ হোতা হ্যায়' দেখাব।'
২০১৭ সারোগেসির মাধ্যমে বাবা হন করণ। এখন যশ এবং রুহির বয়স মাত্র পাঁচ বছর। বাবার তৈরি ছবি দেখতে আরও দু'এক বছর অপেক্ষা করতে হবে তাদের।