‘আয় খুকু আয়’ ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-মিথিলা
টলিউডের পরিচালক শৌভিক কুণ্ডুর 'আয় খুকু আয়' নতুন ছবিতে জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রাফিয়াথ রশিদ মিথিলা। এ ছবির প্রযোজক হিসেবে থাকছেন অভিনেতা জিৎ।
ছবির শুটিং শুরু হচ্ছে আগামী সোমবার (১৫ নভেম্বর)। ছবিতে এক ঝাঁক তারকাকে অভিনয় করতে দেখা যাবে। তালিকায় আছেন- সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
এ ছবিতে সুরকারের কাজ করবেন রণজয় ভট্টাচার্য। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের 'আয় খুকু আয়' জনপ্রিয় গানটি নতুন ভাবে শোনা যাবে এ ছবিতে। গানটিকে নতুন করে বাঁধতে চলেছেন রণজয়। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শোনা যাবে গানটি।
ছবির প্রথম লোগো প্রকাশ্যে এসেছে গত শুক্রবার (১২ নভেম্বর)।
ছবির বিষয় নিয়ে পরিচালক শৌভিক কুণ্ডু বলেন, ''শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। ছবিটাতে গ্রাম্য ভাব তুলে এনে ভিন্নমাত্রায় রূপ দিতে চাই"।
প্রসেনজিৎ ও মিথিলা চরিত্র নিয়ে তিনি বলেন,"এই জুটি সম্পর্কে কিছুই বলব না। দুইমাসের মধ্যে টিজার ও ট্রেলার সামনে আসবে, তখনই দেখতে পাওয়া যাবে"।
- সূত্র: আনন্দবাজার