হলিউড আমাকে বয়কট করছে: জনি ডেপ

বিগত পাঁচ বছর নাকি রীতিমত 'পরাবাস্তব' কেটেছে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকার।
ব্রিটেনের 'দ্য সান' পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলায় হারার পর 'সানডে টাইমস'-এ প্রথম এই অভিনেতার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে; সেখানে জনি তার নতুন সিনেমা 'মিনামাটা' নিয়ে কথা বলেছেন।
অভিনয়ের পাশাপাশি এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজকও জনি ডেপ। তিনি এখানে ফটোসাংবাদিক ডব্লিউ ইউজিন স্মিথের চরিত্রে অভিনয় করেছেন; ৭০ এর দশকের গোড়ার দিকে জাপানি গ্রামবাসীদের ওপর পারদের বিষক্রিয়া নিয়ে লাইফ ম্যাগাজিনের সাথে ডকুমেন্টারি তৈরী করেছিলেন ইউজিন।
জনি ডেপ অভিনীত 'মিনামাটা' যুক্তরাজ্যে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্রে পায়নি। শোনা যাচ্ছে, এর পেছনে জনি ডেপের ব্যক্তিগত জীবনের বিতর্ককেই একাংশে দায়ী করেছেন ছবির পরিচালক অ্যান্ড্রু লেভিটাস।
সাক্ষাৎকারে জনি তার ছবিতে চিত্রিত গ্রামবাসীদের সম্পর্কে বলেন, "আমরা এই মানুষগুলোকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা শোষণকারী হব না।"
"আমরা আমাদের কথামতো ছবিটির সম্মানের জায়গা অক্ষুণ্ণ রেখেছি। আমরা তো ঠিকই প্রতিশ্রুতি রেখেছি, যারা পরে এসেছে তাদেরও কি তা রাখা উচিত না?"
এরপরেই তিনি বলেন, "হলিউড আমাকে বয়কট করেছে"।
"একজন মানুষ, একজন অভিনেতা, গত কয়েক বছরের অপ্রীতিকর এবং এলোমেলো পরিস্থিতি ...কিন্তু জানেন, আমি সে পথেই এগোচ্ছি, যেখানে আমার থাকা উচিত; সব প্রকাশ্যে আনব আমি"।
'ওয়াইফ বিটার জনি ডেপ' শিরোনামে প্রতিবেদন করে 'দ্য সান' তাদের সংবাদে দাবি করেছিল, সাবেক স্ত্রী ও হলিউড তারকা অ্যাম্বার হার্ডের ওপর শারীরিক নিগ্রহ চালিয়েছেন জনি ডেপ- সদ্য প্রকাশিত সাক্ষাৎকারে জনি স্মৃতিচারণ করেছেন এসব কিছুরই।
কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে বিয়ে করেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। পরের বছরই তারা বিচ্ছেদের আবেদন করেন। তবে বিবাহবিচ্ছেদ চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার আগে একে অপরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পেশ করেন আদালতে।
তবে ডেপ বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন; বর্তমানে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে জনির করা ৫০ মিলিয়ন ডলারের একটি মানহানি মামলা চলছে আদালতে। এই দুই তারকার তিক্ত সম্পর্কের আইনি লড়াই কবে পুরোপুরি শেষ হবে তা যেন সময়ই বলবে!
- সূত্র- সিএনএন