হগওয়ার্টস কেকে হ্যারি পটারের ২০ বছর উদযাপন
জে কে রাউলিং এর বিখ্যাত উপন্যাস সিরিজ 'হ্যারি পটার' অবলম্বনে নির্মিত হ্যারি পটার চলচ্চিত্রের দুনিয়াজোড়া খ্যাতির কথা সর্বজনবিদিত। আর হ্যারি পটার চলচ্চিত্র যারা দেখেছেন, তারা জানেন হগওয়ার্টস প্রাসাদই ছবিটির মূল উপজীব্য।
তাই প্রথম 'হ্যারি পটার' চলচ্চিত্র প্রকাশের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অভিনব এক কৌশল অবলম্বন করেছে সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস স্টুডিও। ওয়াটফোর্ডের লেভাসডেনে স্টুডিওতে এই দিনটির জন্য তারা উন্মোচন করেছে ১০০ কেজি ওজনের হগওয়ার্টস কেক!
৬ ফুট লম্বা, ৫ ফুট উচ্চতা ও ১০০ কেজি ওজনবিশিষ্ট কেকটি যেন উপন্যাসের পাতা থেকে উঠে আসা সেই প্রাসাদেরই এক আদর্শ মডেল। কেকটি পুরোপুরি প্রাণীজ উপাদানমুক্ত। এটি তৈরি করতে মোট ৩২০ ঘন্টা সময় লেগেছে।
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে প্রথম ছবি 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' মুক্তির ২০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে কেকটি তৈরি করেছেন শিল্পী ও কেক ভাস্কর মিচেল উইবোও।
মিস উইবোও বলেন, "এটা নিঃসন্দেহে আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। তবুও এই কেকটি বানাতে আমার বহু দিন ও রাত পার হয়েছে। কিন্তু কেকটি দেখার পর এবং এর প্রথম টুকরো মুখে নেওয়ার পর ভক্তদের আনন্দের অভিব্যক্তি দেখে সব কষ্ট ভুলে গিয়েছি।"
খাদ্য দারিদ্র নিরসনে নিয়োজিত সংস্থা ওয়ান ভিশনকে কেকটি দান করে দিয়েছে ওয়ার্নার ব্রোস। ওয়ান ভিশনের প্রতিষ্ঠাতা ইনক ক্যানাগ্যারাজ জানান, তার প্রতিষ্ঠানের শত শত সেবাকর্মী ও প্রধান কর্মীরা কেকটি খেতে পেরে অত্যন্ত আনন্দিত হবেন।
সূত্র: বিবিসি