স্টাইলিশ অনলাইন রক আয়োজনে যুক্ত হওয়ার সুযোগ

আন্তর্জাতিক স্টাইলিং পণ্য সমাহার স্টুডিও এক্স ফর মেন ও দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিসের লিড ভোকালিস্ট জোহাদের যৌথ উদ্যোগে 'স্টুডিও এক্স ফর মেন রক উইথ জোহাদ' শিরোনামে একটি অনলাইন প্রোগ্রামের আয়োজন করেছে।
এই স্টাইলিশ অনলাইন রক আয়োজন স্টাইলপ্রিয় তরুণদের জীবনে সঙ্গীতের আনন্দ ছড়িয়ে দেবে। সেইসঙ্গে দর্শকরা পাচ্ছেন রক তারকা জোহাদের সঙ্গে জ্যামিংয়ের সুযোগ।
আয়োজনের অংশ হিসেবে জোহাদের 'কবে' গানটির একটি অ্যাকোস্টিক ভার্সন স্টুডিও এক্স ফর মেনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। জোহাদের সঙ্গে জ্যাম করতে চাইলে অংশগ্রহণকারীকে গানটি ডাউনলোড করতে হবে। এরপর বাদ্যযন্ত্র ব্যবহার করে অথবা একেবারে খালি গলায় গানটি কভার করে, রেকর্ড করা গানটি অনলাইন প্ল্যাটফর্মে যেমন- ফেসবুক, ইউটিউব কিংবা অন্য যেকোনো ফাইল শেয়ারিং প্ল্যাটফর্মে আপলোড এবং স্টুডিও এক্স ফর মেনের ওয়েবসাইটে শেয়ার করতে হবে।
জোহাদ বলেন, 'আশা করি, এই আয়োজনের মাধ্যমে ভক্তদের সঙ্গীত স্টাইলগুলো উপভোগ করতে পারব।'
জোহাদের সঙ্গে জ্যামিংয়ের জন্য কভার করা গান জমা দেওয়া যাবে ১৮ জুন পর্যন্ত।