সেলিব্রেটিদের ‘বালিশ চ্যালেঞ্জ’
কোয়ারেন্টিনে আটকে থাকা মানুষদের নানা উপায়ে বিনোদন দিচ্ছেন সেলিব্রেটিরা। এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাদের পিলো বা বালিশ চ্যালেঞ্জ।

বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনে আছে মানুষ। এসময় কোয়ারেন্টিনে আটকে থাকা মানুষদের নানা উপায়ে বিনোদন দিচ্ছেন সেলিব্রেটিরা। এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে তাদের পিলো বা বালিশ চ্যালেঞ্জ।
কি সেই চ্যালেঞ্জ? আর কিছুই না, নারী তারকারা বালিশ গায়ে পরছেন গাউনের মতো করে। শুরু করেন ব্রিটিশ তারকা অ্যানি হ্যাথওয়ে। নীল আর সাদা বালিশ কোমরে বেঁধে তৈরি করেছেন গাউন। ইন্সটাগ্রামে সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে এই ট্রেন্ড।
পিছিয়ে নেই ভারতীয় তারকারাও। চ্যালেঞ্জ নিয়েছেন নেহা কাক্কাড়, পায়েল রাজপুতের মতো সেলিব্রেটিরাও।