সেন্সর পেলো ‘লাল মোরগের ঝুঁটি’, মুক্তি ডিসেম্বরে
অবশেষে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলো জনপ্রিয় নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা 'লাল মোরগের ঝুঁটি'। রোববার (৭ নভেম্বর) সেন্সর পায় সিনেমাটি।
সেন্সর পাওয়া প্রসঙ্গে নুরুল আলম আতিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। তাই এখন মুক্তির তারিখ নিয়ে ভাবছি আমরা। ডিসেম্বরের ১০ বা ১৭ তারিখ ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। এটি মুক্তিযুদ্ধের ছবি তাই আমরা চাই ছবিটি ডিসেম্বরে, অর্থাৎ আমাদের বিজয়ের মাসে মুক্তি পাক।'
'লাল মোরগের ঝুঁটি'র কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন নূরুল আলম আতিক। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায় মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিনেমা। পরবর্তীতে, ২০১৬ সালে দেশের কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর পর গত বছর শুটিং শেষ হয়।
সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী অরুনা বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা সিনেমাটি দেখেছি। এটি খুবই ভালো একটি সিনেমা। প্রতিটি অভিনয়শিল্পী এখানে দারুন কাজ করেছেন। আমরা সিনেমাটিকে আনকাট সেন্সর দিয়েছি।'
পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল ও গৌরীপুরের এলাকাবাসী।