সুশান্তকে নিয়ে ছবি বানাবেন রামগোপাল ভার্মা!
প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে নিজের পরের ছবি বানাতে পারেন বলে জানালেন প্রখ্যাত পরিচালক রামগোপাল ভার্মা। সুশান্তের মৃত্যুর পর তদন্ত যে পথে এগোচ্ছে, তা একটি ভালো ছবির স্ক্রিপ্ট হতে পারে বলেই মনে করেন তিনি।
২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। প্রথমে পুলিশি তদন্তে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা দেখানো হলেও, পরবর্তীকালে সুশান্তের বাড়ির লোকের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ওপর আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন সুশান্তের পরিবার।
সুশান্তের মৃত্যু সে সময় সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষের চাপে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বর্তমানে তিন কেন্দ্রীয় সংস্থা সুশান্তের মৃত্যুর তদন্ত করছে- সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন), ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট) ও এনসিবি (নারকোটিক কন্ট্রোল ব্যুরো)।
সুশান্ত মৃত্যুরহস্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও সুর চড়িয়েছেন রামগোপাল। সম্প্রতি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে 'রঙ্গিলা', 'কোম্পানি', 'ভূত', 'সরকার'খ্যাত এই পরিচালক বলেন, 'সুশান্তকে এখন সবাই ভুলে গিয়েছে। সোশ্যাল মিডিয়াকে আমার মাঝে মাঝে সার্কাস মনে হয়। এই মানুষ কোনো একটা বিষয় নিয়ে হল্লা করছে, তারপর তা ভুলে যাচ্ছে।'
সুশান্ত রাজপুত অভিনীত শেষ ছবিগুলোর মধ্যে 'সোনচিড়িয়া' আর 'ছিঁছোড়ে' ভালোবাসা পেয়েছে নেটিজেনদের। নীতিশ তিওয়ারির 'ছিঁছোড়ে' জাতীয় পুরস্কারের মঞ্চে শ্রেষ্ঠ ছবি হিসেবেও নির্বাচিত হয়েছে।