লন্ডনের রাস্তায় ঝলমলে আনুশকা!

বলিউড তারকা আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি তাদের মেয়ে ভামিকাকে নিয়ে রয়েছেন ইংল্যান্ডে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেখানে রয়েছেন তারা।
লন্ডন ট্রিপ থেকে নিজের ফ্রেশ ছবি শেয়ার করলেন অভিনেত্রী আনুশকা। শনিবার দুটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ফাঁকা রাস্তায় পোজ দিতে দেখা গেছে তাকে। নিয়ন রঙের ছটায় যেন ভেসে যাচ্ছিলেন এ তারকা।
ছবিতে সাদা শার্টের সঙ্গে নীল জিনস ও প্রিন্টেড ব্লেজারে ধরা দেন আনুশকা। পোশাকের সঙ্গে সাদা স্নিকার্স ও কালো ব্যাগ ক্যারি করেছেন তিনি। ছবিগুলো শেয়ার করে, সঙ্গে একটি বেগুনি হৃদয়ের ইমোজি যোগ করেছেন তিনি, যা ছবির সৌন্দর্যের সঙ্গে মিলে গেছে।
ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা। ধনশ্রী চাহাল, পৃথ্বী আশ্বিনসহ আরও অনেককে ছবিতে প্রশংসা করতে দেখা গেছে।
লন্ডন সফরে স্ত্রী আনুশকা শর্মা রয়েছেন ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে। সেখানে স্ত্রীর সঙ্গে ভুরিভোজের জন্য এক রেস্তোরাঁয় টেবিল বুক করেছিলেন তারকা দম্পতি। পরে অবশ্য ভারতীয় ক্রিকেট টিমের অন্যান্য সদস্যরাও হাজির ছিল তাদের সঙ্গে রেস্তোরাঁতে। ট্রেন্ডিল কিচেনের সেফ রিষিম সচদেবা রেস্তোরাঁয় ভারতীয় দলের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।