রিয়ানাকে 'জাতীয় বীর' হিসেবে ঘোষণা করল বার্বাডোজ
গ্র্যামিজয়ী সংগীত তারকা রিয়ানাকে 'ন্যাশনাল হিরো' বা জাতীয় বীর হিসেবে ঘোষণা করেছে বার্বাডোজ।
বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনে প্রজাতন্ত্রের উদযাপনের সময় এ ঘোষণা দেন সে দেশের প্রধানমন্ত্রী মিয়া মটলি। সবার সামনে রিয়ানাকে অভিবাদনও জানান তিনি।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রিহানার 'ডায়মন্ডস' (হীরা) গানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মটলি বলেন, "আপনি হীরার মতো দ্যুতি ছড়াতে থাকুন এবং আপনার কাজ দিয়ে জাতির জন্য আরও সম্মান বয়ে আনুন।"
প্রসঙ্গত, বার্বাডোজ থেকে আসা পপ তারকা রবিন 'রিয়ানা' ফেন্টি এখন বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পীদের একজন।
গত আগস্টে ফোর্বস সাময়িকীর করা একটি প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী এই পপ তারকার মোট আনুমানিক সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার।
২০১৬ প্রকাশিত তার অ্যালবাম 'অ্যান্টি' ৬৩ সপ্তাহ ধরে বিলবোর্ড চার্টগুলোতে ছিল।
পরবর্তীতে তিনি কসমেটিক ব্র্যান্ড 'ফেন্টি বিউটি' এবং অন্তর্বাসের ব্র্যান্ড 'স্যাভেজ এক্স ফেন্টি'র মাধ্যমে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার জন্য সময় ব্যয় করেন।
বুস্টক অ্যাডভাইজারের সহ-প্রতিষ্ঠাতা শ্যানন কোয়েনের মতে, রিয়ানার সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো সব রকমের আকার, গড়ন, এবং বর্ণের নারীদের জন্যে পণ্য বাজারজাত করা।
- সূত্র- সিএনএন, রয়টার্স