রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের প্রয়াণ
করোনায় আক্রান্ত হয়েই চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। আজ রোববার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিতা হকের জামাতা অভিনেতা মুস্তাফিজ শাহিন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মিতা হক কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত ৩১শে মার্চ তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।
শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে আইসিইউতে ভেল্টিনেশনে রাখা হয়েছিল। সকালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মিতা হককে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। ছায়ানটের রবীন্দ্র সংগীত বিভাগের প্রধান হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন মিতা হক। অজস্র রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। ভারত থেকে মিতা হকের ১৪টি এবং বাংলাদেশ থেকে ১০টি অ্যালবাম বের হয়।
সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে মিতা হককে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।