ম্যাট্রিক্স ৪-এর শিরোনাম ফাঁস

অনেক গোপনীয়তার মধ্যেও আমেরিকান সাই-ফাই অ্যাকশন ফিল্ম সিরিজ 'দ্য ম্যাট্রিক্স'-এর সর্বশেষ সংস্করণ, 'দ্য ম্যাট্রিক্স ৪'-এর শিরোনাম ফাঁস হয়ে গেছে!
'দ্য ওয়াচোস্কিস' ছদ্মনামে দুই বোন লানা ওয়াচোস্কি ও লিলি ওয়াচোস্কি পরিচালিত এই সিরিজের প্রথম সিনেমা 'দ্য ম্যাট্রিক্স' ১৯৯০-এর দশকের শেষ ভাগে মুক্তি পাওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং জনপ্রিয়তা অর্জন করে। সেটি হয়ে ওঠে সর্বকালের সবচেয়ে আলোচিত সাই-ফাই ব্লকবাস্টার সিনেমাগুলোর একটি।
এরপর ২০০৩ সালে এটির দুটি সিকুয়েল 'দ্য ম্যাট্রিক্স রিলোডেড' ও 'দ্য ম্যাট্রিক্স রেভুলুশনস' মুক্তি পেলেও প্রথমটির মতো সাফল্য পায়নি। এর কারণ হিসেবে তৃতীয় সিনেমাটিতে নিও, মর্ফিয়ুস ও ট্রিনিটির গল্পের সমাপ্তি টানাকে দায়ী করেন অনেকে।
এদিকে, 'দ্য ম্যাট্রিক্স রেভুলুশনস' যেভাবে শেষ হয়েছে, এর পর 'দ্য ম্যাট্রিক্স ৪' তৈরি হতে পারে, দর্শকরা এমন খবরে রীতিমতো চমকে গেছেন।
তবে চতুর্থ সিনেমাটি নিয়ে বড় পর্দায় আবারও 'ম্যাট্রিক্স'-এর ফেরার ঘোষণা দেন লানা ওয়াচোস্কি। তিনি জানান, এই সিনেমায় অভিনয়ে নিও চরিত্রে কিনো রিভস এবং ট্রিনিটি চরিত্রে কেরি-আন মস'কে আবারও ফিরিয়ে আনা হয়েছে।
অবশ্য, 'ম্যাট্রিক্স ৪'-এর শিরোনাম যতটা সম্ভব গোপন রাখা হয়েছিল। অবশেষে জানা গেল, 'ম্যাট্রিক্স রিসারেকশনস' নামেই মুক্তি পাবে এটি। এ খবর জানিয়েছে ইয়াহু ফাইন্যান্স।
সংস্থাটি জানায়, সম্প্রতি মেকআপ আর্টিস্ট সুনিকা টেরি সিনেমাটিতে কাজের একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলে শিরোনামটি ফাঁস হয়ে যায়। অবশ্য এ ব্যাপারে এ সিনেমায় সংশ্লিষ্ট কোনো পক্ষই মুখ খুলতে রাজি হয়নি।
ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে 'দ্য ম্যাট্রিক্স ৪'-এর।
- সূত্র: স্ক্রিন র্যান্ট