মেয়ে আইরাকে মাঝে নিয়েই রেজিস্ট্রি সারলেন মিথিলা-সৃজিত
কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো পশ্চিবঙ্গের নির্মাতা সৃজিত ও বাংলাদেলের অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা বিয়ের পিড়িতে বসছেন। কলকাতা ও বাংলাদেশের গণমাধ্যম ইঙ্গিতও দিয়েছিলো আগামী ফেব্রুয়ারিতে হতে পারে তাদের বিয়ের। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালই বিয়ে করে ফেলেছেন তারা। দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে ঘটে এই শুভ ঘটনা।
গত মঙ্গলবার থেকে কলকাতায় আছেন মিথিলা ও তার পরিবার। মেয়ে আইরাকে সাথে নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে দুজনের বিয়ের রেজিস্ট্রি হয়েছে। তারপর দুই পরিবারের সবাই মিলে বাইরের একটি রেস্তোরায় গিয়ে রাতের খাবার সেরেছেন।
মিথিলা বিয়ের জন্য ঢাকার আড়ং থেকে কেনাকাটা সেরেছেন। আর সৃজিত কলকাতা থেকেই কিনেছেন বিয়ের পোশাক।
বাংলাদেশের একটি গনমাধ্যমকে মিথিলা জানান, দুই পরিবারের মধ্যে উপহার দেওয়া নেওয়া তো অনেক দিন আগে থেকেই হচ্ছে। কিছুদিন আগে সৃজিত ঢাকা এসেছিল। তখনো তার জন্য অনেক কেনাকাটা হয়েছে। এবার যাওয়ার সময় মিথিলার বাবা দুই কেজি ওজনের চারটা ইলিশ মাছ নিয়ে গিয়েছেন। সেখানকার সবাই পদ্মার ইলিশের দারুণ ভক্ত।
বিয়ের পরে হানিমুন প্রসঙ্গে মিথিলা জানান, জেনেভায় যাবেন ঘুরতে। তবে সেখানে কাজও আছে। সপ্তাহ খানেক পর দেশে ফিরবেন দুজন।
এদিকে শুক্রবার সকালে সৃজিত তার ফেসবুক আইডিতে মিথিলা ও তার একটি ছবি শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে তার নির্মিত জাতিস্মর ছবির একটি গানের চারটি লাইন জুড়ে দেন তিনি। কবির সুমনের লেখা ও গাওয়া গানটি ছিল এরকম,
প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...
এরপর রাতেই ‘সই’ ক্যাপশন লিখে নিজেদের বিয়ের একটি ছবি আপলোড দেন সৃজিত।