মুক্তি পেল রণবীর-দীপিকার ৮৩’র ট্রেলার
মুক্তি পেয়েছে রণবীর-দীপিকা অভিনীত বহুলপ্রতীক্ষিত '৮৩' ছবির ট্রেলার। বড়দিনের প্রাক্কালে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।
মঙ্গলবার সকালে ট্রেলার মুক্তি পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেছেন ছবির নায়ক রণবীর সিং।
করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকার পর সদ্য মুক্তি পায় ছবিটির টিজার। অনেকবার মুক্তির তারিখ ঠিক হলেও মহামারিতে সবকিছু বন্ধ থাকার কারণে '৮৩' ছবির মুক্তি সম্ভব হয় নি। অবশেষে এর টিজার প্রকাশ পেল আজ।
১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের অবিশ্বাস্য জয়ের ইতিহাস নিয়ে তৈরি হয়েছে পরিচালক কবির খানের এ ছবি। সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় রয়েছেন রণবীর সিং। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
এতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি।
কবির খানের এ ছবি শুধু হিন্দিতে নয়, সারা দেশে মুক্তি পাবে তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও।