মিস ইউনিভার্সে অংশ নিতে পারবেন না মিথিলা
'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০' প্রতিযোগিতায় মুকুট জয়ের মাধ্যমে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স ২০২০'-এর মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছিলেন তানজিয়া জামান মিথিলা।
তবে, মিস ইউনিভার্স বাংলাদেশ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশি এই মডেল অংশ নিতে পারবেন না; খবর সময় টিভির।
বিবৃতিতে প্রতিযোগিতার আয়োজকরা জানান, 'লকডাউন ও ভ্রমণ বিধিনিষেধের কারণে আমরা প্রস্তুতি চূড়ান্ত করতে পারিনি। তাই মিস ইউনিভার্স ২০২০-এ আমরা অংশ নিতে সক্ষম হব না।'
'এ সপ্তাহের শুরুতেই আমরা মিস ইউনিভার্স ইউএসএ কর্তৃপক্ষকে এ তথ্য নিশ্চিত করেছি,' বলা হয় বিবৃতিতে।
অবশ্য, মিথিলা 'মিস ইউনিভার্স বাংলাদেশ'-এর মুকুট জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে, ওয়াশরুমে এক পুরুষের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার কারণে এই মডেল ব্যাপক সমালোচিত হন।