মা হলেন কোয়েল মল্লিক

মা হলেন পশ্চিমবাংলার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ রানের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে একটি পুত্রসন্তান।মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কোয়েল। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেল এই খুশির খবর।
প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল সূত্রে জানা গেছে, কোয়েলের ছেলের ওজন ৩.১ কেজি হয়েছে। এমন খুশির সংবাদে স্বাভাবিকভাবেই এই কঠিন পরিস্থিতির মধ্যেও খুবই উচ্ছ্বসিত কোয়েলের পরিবার।
দাদু হওয়ার আনন্দ সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিকও। বললেন, 'লকডাউনে এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছে'।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে পোস্টকার্ডের মাধ্যমে এই খুশির খবর জানিয়েছিলেন অভিনেত্রী।
সাদা কালো পোলকা ফোঁটার ফ্রক, হাতে কমলা-হলুদ জারবেরা ফুল আর একেবারেই হালকা সাজ- সম্প্রতি নিজের বেবিবাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কোয়েল। সপ্তম বিবাহবার্ষিকীর সময়ই ভক্তদের সঙ্গে নিজের জীবনের সবথেকে খুশির বিষয়টি শেয়ার করে নিয়েছিলেন তিনি।
কোয়েল মল্লিক ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানেকে। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র 'মিতিন মাসি'-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপালি পর্দার নায়িকা।