'মা হতে চলা' আনুশকাকে মোদির অভিবাদন
ভারতের তারকা দম্পতি কোহলি-আনুশকা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছেন। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিবাদন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর জবাবে শুক্রবার টুইটারে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা।
বৃহস্পতিবার ছিল মোদির ৭০তম জন্মদিন। এ উপলক্ষ্যে নিজ দেশের প্রধানমন্ত্রীকে এক টুইটবার্তায় শুভকামনা জানান কোহলি।
তার বার্তায় জবাবে টুইটারে মোদি লিখেন, 'ধন্যবাদ, বিরাট! আমিও আনুশকা ও আপনাকে অভিবাদন জানাতে চাই। আমি নিশ্চিত, বাবা-মা হিসেবে আপনারা দারুণ হবেন!'
জবাবে মা হতে যাওয়া আনুশকা লিখেন, 'এমন চমৎকার শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার! আশা করছি, দারুণ এক জন্মদিন কাটিয়েছেন! আপনার সব সময় সুস্বাস্থ্য কামনা করছি।'
সেখানে কোহলি যোগ করেন, 'দারুণ শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার।'
কোহলি ও আনুশকা বিয়ে করেন ২০১৭ সালের ডিসেম্বরে। বিয়ের জন্য ইতালির তুস্কানিতে ওড়ে গিয়েছিলেন তারা। এরপর দিল্লিতে ফিরে এসে, নিজেদের বিয়ের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করেছিলেন। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মোদি।
এদিকে, নিজেদের সংসারে প্রথম সন্তান আগমনের খবর গত আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রকাশ করেন এই দম্পতি। আলাদা আলাদা পোস্টে তারা লিখেন, 'অবশেষে আমরা (দুই থেকে) তিন জন হতে যাচ্ছি। ২০২০-এর জানুয়ারিতে (পৃথিবীতে) আসছে (আমাদের সন্তান)।'
- সূত্র: এনডিটিভি