ভেবেছিলাম জীবন শেষ হয়ে গিয়েছে: প্যারিস হিলটন
২০০৪ সালে ভাইরাল হয়েছিল আমেরিকান অভিনেত্রী, গায়ক ও মডেল প্যারিস হিলটনের সেক্স টেপ। সম্প্রতি এ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলতে শোনা গেল তাকে।
প্যারিসের দাবি, তার প্রাক্তন প্রেমিক রিক সালোমন তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও তৈরি করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই ঘটনার কথা বলতে গেলে এখনও ভয় পেয়ে যান, হাত-পা কাঁপে, চোখে জল আসে বলেই জানান প্যারিস হিলটন।
রিক সলোমন সেই টেপটি অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট ডিসট্রিবিটর রেড লাইট ডিসট্রিক্টকে বিক্রি করে দেন। যার নাম দেওয়া হয়েছিল, 'ওয়ান নাইট ইন প্যারিস'।
প্যারিসের রিয়েলিটি টিভি শো 'দ্য সিম্পল লাইফ'-এর দ্বিতীয় সিজনের সময়েই প্রকাশ পায় সেই সেক্স টেপ। তাই অনেকেই মনে করেছিলেন, এর পিছনে প্যারিসের হাত রয়েছে। যদিও সাক্ষাৎকারে তিনি জানান, টেপটি তার অনুমতি ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি।
প্যারিস সাম্প্রতি সাক্ষাৎকারে বলেন, 'পুরো ঘটনাটা আমার কাছে অত্যন্ত অপমানজনক ছিল। আমার এখনও সেই দিনটার কথা মনে আছে, যা ভাবলেও গায়ে কাঁটা দেয়। একেকজন একেকভাবে এটার ব্যাখ্যা করেছিল। আমি সবার বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। তখন দিন-রাত কাঁদতাম। এমনকি বাড়ি থেকে বের হতে পারতাম না। মনে হয়েছিল, আমার জীবন শেষ হয়ে গিয়েছে।'
প্যারিস আরও বলেন, 'এটি খুব ব্যক্তিগত একটা ব্যাপার। যখন দুটো মানুষ একে-অপরকে ভালোবাসে, তখন খুব স্বাভাবিকও। কিন্তু কীভাবে তা কেউ জনসমক্ষে নিয়ে আসতে পারে!'
প্যারিস তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সে সময় মানহানির মামলা করেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর দুজনের সহমতে ২০০৫ সালে মামলাটি তুলে নেওয়া যায়।