ভালোবাসা দিবসে ইরফান-সারিকার ‘এন অ্যাফেয়ার’

ভালোবাসা দিবস সামনে রেখে নতুন নাটকে অভিনয় করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরীন। নাটকের নাম ‘এন অ্যাফেয়ার’ বা একটি প্রেমের গল্প। জাফরীন সাদিয়ার গল্পে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। সম্প্রতি উত্তরাসহ আশপাশের এলাকায় নাটকটির শুটিং হলো।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রেম বা মোহ, এমন একটা অনুভূতি যা কখন, কিভাবে আমাদের জীবনে আসে, তা আমরা নিজেরাও জানিনা। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা যেন চলতেই থাকে। আমরা ভুলে যাই আমরা কিসের আশায় ছুটছি। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি তখন বুঝতে পারি কি সেই শূন্যতা। এন অ্যাফেয়ার সেরকম একটা শূন্যতার গল্প। প্রেমের গল্প।’
‘এন আফেয়ার’ নাটকটি নির্মিত হয়েছে জাফরীন ষ্টুডিওর প্রযোজনায়। নাটকটি নিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘নাটকের গল্পটা অন্যরকম। আমি আর সারিকা অনেদিন পর একসঙ্গে কাজ করলাম। দর্শকদের ভালো লাগলে তবেই আমাদের ভালো লাগবে। চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে কাজটা করার।’
পরিচালক হাসান রেজাউল জানান, 'আসছে ভালোবাসা দিবসে একটা বেসরকারি টিভি চ্যানেল ও জাফরীন ষ্টুডিও ইউটিউবে চ্যানেল এ নাটকটি প্রচারিত হবে। ইরফান ও সারিকা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানী প্রমুখ।'
নাটকে সংগীত আয়োজনে আছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন। সম্পাদনা করেছেন অমিতাভ মজুমদার।