ভারতে তুষারধস: নিরাপদে আছেন ঋতুপর্ণা
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশিমঠে এলাকায় হিমালয়ের হিমবাহ ভেঙে ভয়ানক তুষারধস ঘটে। ধসের পর আকস্মিক বন্যা ও প্রবল পানির তোড়ে ভেসে যাওয়া ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এছাড়াও এ ঘটনায় এখনো ১৭০ জন নিখোঁজ রয়েছেন, যাদের অধিকাংশই দেশটি জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশনের একটি প্রকল্পে কাজ করা কর্মী।
এ সময়ে উত্তরাখণ্ডে নতুন ছবির শুটিং করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তিনি ও তার ইউনিটের অবস্থান দুর্ঘটনাস্থল থেকে বেশদূরে।
ফোনে আনন্দবাজার পত্রিকাকে ঋতুপর্ণা জানান, তারা নিরাপদে রয়েছেন।
রোববার মুসৌরি রোডে শুট করছিল 'অন্তর্দৃষ্টি' ইউনিট। ঋতুপর্ণা বলেন, 'শুটিংয়ের মাঝেই শুনলাম একাধিক গ্রাম ধসে তলিয়ে গিয়েছে। এখানে সরাসরি কোনো প্রভাব না পড়লেও খবর শুনে সকলেই মর্মাহত।'
বলে রাখা ভালো, 'অন্তর্দৃষ্টি'র পরিচালক কবীর লাল। বাংলা, মরাঠি, তামিল ও কন্নড়- এই চার ভাষায় তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এখানে ঋতুপর্ণা ছাড়াও শন বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রজিৎ চক্রবর্তী অভিনয় করছেন।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা