বুড়িগঙ্গা থেকে একেবারে প্রাগে পৌঁছে গেলেন টেইলর রেইক!
আগেই প্রকাশ পেয়েছিল হলিউড সিনেমা 'এক্সট্রাকশন' এর দ্বিতীয় কিস্তির টিজার। এবার 'থর' খ্যাত হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে তুলে ধরলেন সেই শুটিং এর একটি ছবি।
দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য এবং লোকেশনে যে বেশ বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এখনই তার কিছুটা ইঙ্গিত পাচ্ছে ভক্তরা। ছবিতে হেমসওয়ার্থকে দেখা গেছে টেইলর রেইক চরিত্রে।
সিনেমার প্রথম পর্বে দেখা যায়, টেইলর গুলিবিদ্ধ হয়ে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছেন। এখান থেকে কিভাবে বেঁচে ইউরোপের প্রাগ শহরে চলে আসেন তারই গল্প বলা হবে দ্বিতীয় কিস্তিতে। প্রথম পর্বের নানা ঘটনার ব্যাখ্যাও পাওয়া যাবে 'এক্সট্রাকশন ২' এ।
ইনস্টাগ্রামের ভিডিওতে পরিচালক স্যাম হারগ্রেইভকে সাথে নিয়ে মজা করে ক্রিস বলেন, "দুটি বিষয়ে পরিবর্তন দেখা যাবে। প্রথমত, এখানে ভীষণ ঠান্ডা, আর দ্বিতীয়ত, আমি বেঁচে আছি।"
ছবিটি অস্ট্রেলিয়াতে শ্যুটিংয়ের করার কথা থাকলেও কোভিড-১৯ এর জন্য তা প্রাগেই সম্পন্ন করা হয়েছে। সিনেমাটির জন্যে কঠোর অনুশীলন এবং ডায়েট মেনে চলতে হচ্ছে ক্রিসকে।
২০২০ সালের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তি পায় নন-স্টপ অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'এক্সট্রাকশন'। আর 'এক্সট্রাকশন-২' মুক্তি পাবার কথা রয়েছে ২০২২ সালে। একই বছর জুলাইতে থর সিরিজের 'থর: লাভ এন্ড থান্ডার' সিনেমাতেও দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থকে।