বুনো শূকরের হামলার শিকার শাকিরা

বার্সেলোনার একটি পার্কে নিজের বড় ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে, বুনো শূকরের হামলায় পড়েছেন পপ তারকা শাকিরা। শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং পার্কের অন্যত্র গিয়ে সেটি প্রায় ছিন্নভিন্ন করে ফেলে।
সঙ্গী জেরার্ড পিকের বার্সেলোনায় খেলার সুবাদে, কলম্বিয়ান-লেবানিজ গায়িকা শাকিরা বছরের অধিকাংশ সময় বার্সেলোনায়ই থাকেন। আট বছরের ছেলে মিলানকে নিয়ে বার্সেলোনার একটি পার্কে হাঁটার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ফুটেজ প্রকাশ করেন শাকিরা, যেখানে তার ক্ষতবিক্ষত ব্যাগটি দেখা যায়। ফুটেজে শাকিরার চেহারা দেখা যায়নি। ফুটেজে তিনি লেখেন, "দেখুন, কিভাবে দুটি বুনো শূকর পার্কের মধ্যে আমাকে আক্রমণ করেছে এবং আমার ব্যাগের এই দশা করেছে!
তারা আমার ব্যাগটাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়, এটার মধ্যেই আমার মোবাইল ফোন ছিল। তারা সবকিছু নষ্ট করে ফেলেছে।"
এ সময় ছেলে মিলান এসে উপস্থিত হলে, শাকিরা বলেন, "মিলান, তুমি সত্যিটা বলো। বলো কিভাবে তোমার মা বুনো শূকরদের প্রতিহত করেছে।"
তবে ঘটনাটি কবের অথবা কোন পার্কে হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি এই পপ তারকা। শাকিরা ইসাবেল মেবারাক রিপোল (শাকিরার পুরো নাম) বা তার ছেলে, কেউই দুর্ঘটনায় আহত হননি।
বার্সেলোনায় বুনো শূকরের হাতে আক্রমণের শিকার হওয়া নতুন কিছু নয়। খাবারের সন্ধানে শূকরেরা প্রায়ই শহরের মধ্যে ঢুকে পড়ে। গত মাসে বার্সেলোনার বাসিন্দা, হাভিয়ের বস্ক শহরের তিবিদাদো অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গেলে, একটি বুনো শূকর তাকে কামড়ে দেয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইতালির রোমে বুনো শূকরদের নগরীর পথে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পেটানো শরীর হওয়ার কারণে, বুনো শূকরের সাথে গাড়ির সংঘর্ষে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া, পুরুষ বুনো শূকরের কামড়ে, তাদের শ্বাদন্তের কারণে গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে।
- সূত্র: ডেইলি মেইল