বিজনেস স্ট্যান্ডার্ড-এর ফেসবুক পেজে 'বন্দি দিনের গান'

করোনায় বন্দি থাকার দিনকে উপলক্ষে করে একটি গান লিখেছিলেন গীতিকবি ও লেখক ইশতিয়াক আহমেদ। গানটি খালি গলায় নিজেদের মতো করে অনেকেই গেয়েছেন। তবে আয়োজন করে নতুন সুরে গাইলেন তরুন সংগীতশিল্পী আয়েশা মৌসুমী। সুর করেছেন মীর মাসুম।
ঘরে থাকার গান শিরোনামের এই গানটি এখন শোনা যাচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুকে পেজে।
গানটির নিয়ে গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, আয়েশা মৌসুমী ভালো গেয়েছেন। এবং গানটির প্রতি তার নিবেদন প্রশংসনীয়। গানটি সবার কাছে পৌছালে তবেই তার শ্রম সার্থক হবে।
গানটি তৈরি হওয়া প্রসঙ্গে শিল্পী আয়েশা মৌসুমী জানান, ইশতিয়াক ভাইয়া একদিন গানের কথাগুলি ইনবক্সে দিয়ে বললেন নিজের মত সুর করে গাইতে। ইশতিয়াক ভাইয়ের লেখার প্রতি আমি এমনি দুর্বল। কারণ উনার লেখার মধ্যেই সুর থাকে। তারপর মীর মাসুম ভাইকে লেখাটা পাঠালাম। উনি চমৎকার একটি সুর করে পাঠালেন। আমি মূল ক্রেডিট দেব ইশতিয়াক ভাইয়া ও মীর মাসুম ভাইয়াকে। এই হচ্ছে গানটির গল্প।
যার যার বাড়িতে বসেই গানটির ভিডিও ও রেকডিং করা হয়েছে। ভিডিও এডিট করেছেন রুপক মাহমুদ আর প্রোডাকশটি গায়েনবাড়ির (Gayenbari )।
এই গানের উদ্দেশ্যে সম্পর্কে শিল্পী মৌসুমী বলেন, 'গানটি করার একমাত্র উদ্দেশ্য মানুষকে সচেতন করা। এই দুর্দিনে গানটি যদি একজন মানুষের মনেও বিনোদনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে তাহলেই আমাদের সার্থকতা।'
গানটির শোনার লিংক: https://www.facebook.com/2190868284294442/videos/231913968076705