বাগদান সারলেন রাজকুমার-পত্রলেখা
শুরুতে রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। বরং শনিবার (১৩ নভেম্বর) বাগদান সেরেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও তার দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা।
তারকা জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পত্রলেখা এদিন পরেছিলেন রুপালি রঙের স্লিট লং গাউন। রাজকুমারও হবু স্ত্রীর সঙ্গে মিলিয়ে পরেন সাদা কুর্তা-পাজামা।
ভিডিওতে দেখা গেছে হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। সঙ্গে সঙ্গে পত্রলেখাও হাঁটু মুড়ে বসে রাজকুমারকে পাল্টা বিয়ের প্রস্তাব দেন। তারপর দু'জনেই একে অপরকে আংটি পরিয়ে দেন। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে এড শিরানের গাওয়া 'পারফেক্ট' গানটি। আংটি বদল শেষে দুজনে মেতে ওঠেন রোমান্টিক নাচে।
চণ্ডীগড়ের 'দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট'-এ বসেছিল বাগদানের আয়োজন। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনেরাই উপস্থিত ছিলেন। পরিচালক ফারাহ খান, অভিনেতা সাকিব সালিমকে দেখা গিয়েছে এদিন। অতিথিরাও মূলত সাদা রঙেরই পোশাক পরে এসেছিলেন।
আজ তাদের মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
প্রায় ১০ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাজকুমার রাও ও পত্রলেখা। 'সিটি লাইটস' ছবিতে এক গ্রাম্য দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর 'বোস: ডেড অর অ্যালাইভ' ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে।
রাজকুমার জানান, একটা বিজ্ঞাপনী শ্যুটের ফাঁকে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন, এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন তিনি। অবশেষে চার হাত এক হচ্ছে দু'জনের।
- সূত্র- ভারতীয় গণমাধ্যম