প্রেমের জন্য মরিয়া দিশা
ইতোমধ্যেই তরুণ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। 'ন্যাশনাল ক্রাশ' নামেও ডাকা হচ্ছে তাকে। অথচ তিনি নাকি জীবনেও প্রেমের প্রস্তাব পাননি! এমন দাবি তার নিজেরই।
৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে দিশা অভিনীত রোমান্টিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র 'মালাং'। এর এক প্রচারণা অনুষ্ঠানে ২৭ বছর বয়সী এই তারকা জানান, 'স্কুলজীবনে টমবয় ছিলাম। কেউ কোনোদিনই আমাকে ভালোবাসার কথা জানায়নি।' যদি জানাতো, তাহলে তাকে এতটা বছর নাকি একা থাকতে হতো না। এজন্য মন পুড়েছে তার অনেক। এখনও পোড়ে! খবর হিন্দুস্থান টাইমসের।
এমন দাবির পক্ষে একটা যুক্তিও দিলেন দিশা। জানালেন, তার বাবা ছিলেন পুলিশ। এজন্য ছেলেরা তাকে ঘাটানোর সাহস পায়নি। এমনকি কলেজে পড়ার সময়ও কেউ বলেনি বাইরে ঘুরতে যাওয়ার কথা। তাই কোনোদিনই পার্টিতে যাওয়া হয়নি তার। এটিও এই রূপসীর মন খারাপের কারণ।
অবশ্য তিনি যখন কথাগুলো বলছিলেন, পাশে থাকা সহ-অভিনেতা আদিত্য রায় কাপুর, অনিল কাপুরসহ অন্যরা হেসে ওঠেন। হাসার কারণও আছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া 'বাঘি-২' চলচ্চিত্রে যার বিপরীতে তিনি অভিনয় করেছিলেন, সেই টাইগার শ্রফের সঙ্গে বিশেষ সম্পর্ক ঘিরে বলিউড পাড়ায় কম জল ঘোলা হয়নি। যদিও জ্যাকি শ্রফপুত্র টাইগার ও 'এম. এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি'র নায়িকা দিশা বরাবরই সম্পর্কটির কথা অস্বীকার করে গেছেন।