পর্দার জেমস বন্ড কি বাস্তবেও ভালো গোয়েন্দা হতেন?

৬০ বছরেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়িয়েছেন সিনেমার পর্দায়, তাড়া করেছেন অসংখ্য খারাপ লোক- যাদের আমরা ভিলেন বলে চিনি। বলা হচ্ছে সবার পরিচিত মুখ ও প্রিয় গোয়েন্দা জেমস বন্ডের কথা। কিন্তু ব্রিটেনের সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিসের প্রধান অ্যালেক্স ইয়ংগার দ্য গার্ডিয়ানকে বলছেন ভিন্ন কথা।
ইয়ংগারের মতে, একজন এসআইএস অফিসার মানেই শুধু দামি গাড়ি, মার্টিনি ও দারুণসব টাক্সেডো স্যুট পরে ঘুরে বেড়ানো নয়। তাই তার ধারণা, সিনেমা জগতের জেমস বন্ড বর্তমান সময়ে থাকলে এমআইসিক্স-এ চাকরি জোটানোও তার পক্ষে কঠিন হয়ে পড়ত!
যদিও জীবনের সব সুন্দরের প্রতি বন্ডের প্রশংসা আসলেই গ্রহণযোগ্য, কিন্তু যেখানে-সেখানে অদূরদর্শিতা নিশ্চিত তার ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার কারণ হতো।

ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়ামের প্রধান অধ্যক্ষ অ্যালেক্সিস অ্যালবিওন বলেন, 'আমরা দেখি, বন্ড যেখানেই যাচ্ছেন, সেখানেই সহিংসতা, মারপিট ও মৃত্যু তার পিছু নিচ্ছে। এইসব কারণেই যেকোনো খ্যাতিসম্পন্ন গোয়েন্দা সার্ভিস থেকে তাকে সময়ের পূর্বেই অবসর নিতে বাধ্য করা হতো। এছাড়াও তার নিজের আসল নাম ব্যবহারের প্রবণতা, হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ দুর্বলতা, সরকারি সম্পদের অমিতব্যয়ী ব্যবহার, নিজের যৌনজীবন সম্পর্কে বিচক্ষণতার অভাব- এ রকম আরও বহু ব্যাপার এই তালিকায় যোগ হতে থাকবে।'
এক কথায়, বাস্তবজীবনে জেমস বন্ড এক দুর্বিষহ গোয়েন্দা হিসেবে পরিচিত হতেন!
আপনি নিজেই একবার ভেবে দেখুন, যখন সবাই জেনে যাবে আপনার আসল পরিচয়, তখন গুপ্তচরবৃত্তি করা কতটা কঠিন হয়ে দাঁড়াবে। অ্যাজেন্ট জিরো জিরো সেভেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা বা চরদের অন্যতম। কিন্তু তিনি কখনোই ছদ্মবেশ ধারণ করেন না এবং প্রায় সর্বত্র নিজের নাম ব্যবহার করেন। এমনকি 'বন্ড' বা 'জেমস বন্ড'ও একটি কোড নাম; তাহলে একেই এত অসংখ্যবার ব্যবহার করার মানে কী?
সর্বশেষ ব্যাপার, জেমস বন্ড জিরো জিরো সেভেনের শত্রুর হাতে ধরা পড়ে যাওয়ার বেশ কুখ্যাতি রয়েছে। 'গোল্ডেনআই' সিনেমায় অ্যালেক ট্রেভেলিয়ান ওরফে জানুস তাকে দুইবার আটক করতে সক্ষম হয়েছিল! আর কতবার বিষ মেশানো পানীয় পানের পর বন্ডের শিক্ষা হবে যে, তার শত্রুর হাত থেকে কিছু খাওয়া উচিত নয়?
আপনি আমাকে একবার বোকা বানান, শেইম অন ইউ! আপনি বন্ডকে দুবার বোকা বানান, শেইম অন জিরো জিরো সেভেন!

এছাড়াও বন্ড রাডারের নিচে থাকতে পারেন না। অন্যদিকে, সত্যিকারের গোয়েন্দারা কারও দৃষ্টি আকর্ষণের জন্য বাইরে বের হন না; অথচ বন্ডের ক্ষেত্রে দেখা যায়, তিনি আকর্ষণের কেন্দ্রে থাকতে খুবই উৎসুক। আপনি একবার তার গাড়িগুলোর দিকে তাকান, অ্যাস্টন মার্টিন, রোলস রয়েস, অডি, বেন্টলিসের মতো গাড়ি যে সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করবে, তা তো জানা কথাই। 'গোল্ডেন আই'-এর একটি উক্তি বলা যাক, 'মানুষ হত্যা করতে লাইসেন্স লাগবে, ট্রাফিক আইন ভাঙতে নয়।'
আর জেমস বন্ড যে একজন মদ্যপায়ী, তা তো সর্বজনবিদিত। ব্রিটিশ গবেষকরা জানতে পেরেছেন, জিরো জিরো সেভেনের সাপ্তাহিক অ্যালকোহল নেওয়ার পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যে পরিমাণ অ্যালকোহল নেওয়া উচিত, তারচেয়ে চার গুণ বেশি। তারা আরও সন্দেহ করছেন, এত অ্যালকোহল নেওয়ার কারনেই বন্ডের হাত কাঁপা সমস্যা তৈরি হয়েছে। তার 'ভোদকা মার্টিনি শুধু শেইক করবে, নাড়বে না' কথাটিই এর প্রমাণ, যেখানে এর উল্টো হবার কথা ছিল একজন সাধারণের পক্ষে।
- সূত্র: রিডার'স ডাইজেস্ট