পরীমনিকে আরও পাঁচ দিনের রিমান্ডে চায় সিআইডি

চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আবেদনের ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড ও জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত।
এর আগে, গত সোমবার আদালতের কাছে জামিন আবেদন করেন পরীমনির আইনজীবী। আজ বুধবার (১৮ আগস্ট) জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও সিআইডির রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের শুনানি একদিন পেছানো হয়।
বর্তমানে বনানী থানায় দায়ের করা মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে রয়েছেন পরীমনি।
দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারের রজনীগন্ধা ভবনে বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।
জামিন আবেদনে পরীমনিকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন তার আইনজীবী মো. মুজিবুর রহমান।
নারী অভিযুক্ত হিসেবে পরীমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৭ (১) (গ) মোতাবেক জামিন পাবেন বলে জানান তার আইনজীবী।
জামিন পেলে পরীমনি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশনা অনুযায়ী জামিন বন্ড প্রদান করবেন বলেও জানান তিনি।
এর আগে, অভিযুক্ত হিসেবে পরীমনি ছয় দিনের রিমান্ডসহ ২৬ ঘন্টা পুলিশ হেফাজতে থাকলেও জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
জামিন আবেদনে বলা হয়, পরীমনিকে 'ভারটিগো' এবং 'প্যানিক অ্যাটাকে' আক্রান্ত। পুলিশ হেফাজতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েন বলেও উল্লেখ করা হয়।
গত শুক্রবার পরীমনি ও তার সহযোগী আশরাফুল আলম দীপুকে কাশিমপুর কারাগারে পাঠায় আদালত।
৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ, এলএসডি ও অন্যান্য মাদক উদ্ধারের দাবি করে র্যাব।
পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।