নিজের বায়োপিক নিজেই বানাবেন ম্যাডোনা
'পপ সম্রাজ্ঞী'খ্যাত ম্যাডোনার জীবনী ঘিরে বানানো হচ্ছে চলচ্চিত্র। একাধারে গায়িকা, অভিনেত্রী ও সাংস্কৃতিক কষ্টিপাথর হিসেবে চার দশকেরও দীর্ঘ ক্যারিয়ারের অধিকারী, ৬২ বছর বয়সী এই আমেরিকান মহাতারকা নিজেই সেই চলচ্চিত্র পরিচালনা করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হলিউড স্টুডিও 'ইউনিভার্সেল'।
'জুনো' চলচ্চিত্রের জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডির সঙ্গে যৌথভাবে বায়োপিকটির চিত্রনাট্যও ম্যাডোনা লিখবেন।
এদিকে, ম্যাডোনা তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন, 'একজন শিল্পী, একজন মিউজিশিয়ান, একজন ড্যান্সার, সর্বোপরি একজন মানুষ হিসেবে জীবনের দুর্দান্ত যাত্রাটি আমি বয়ে বেড়াতে চাই।'
'মিউজিকই বরাবর এই চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে থাকবে,' বলেন তিনি। 'মিউজিক আমাকে চালিত করে, শিল্প আমাকে বাঁচিয়ে রাখে।'
নিজ জীবনের ভাঁজে ভাঁজে এখনো গোপন থাকা নানা গল্প তার চেয়ে অন্য কার পক্ষে বেশি ভালোভাবে দেখানো সম্ভব- সেই প্রশ্নও তোলেন ম্যাডোনা।
এদিকে, ম্যাডোনাকে 'দ্য আলটিমেট আইকন' হিসেবে অভিহীত করে ইউনিভার্সেল পিকচার্সের চেয়ারওম্যান ডোনা ল্যাংলে ওই বায়োপিক নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।
অভিনেত্রী হিসেবে ম্যাডোনার অভিষেক ১৯৮৫ সালে, 'ডেসপারেটলি সিকিং সুজান' চলচ্চিত্রে। তার পরিচালিত 'ডব্লিউ.ই.' চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১১ সালে।
- সূত্র: এএফপি