নতুন রূপে ঐশ্বরিয়া
খ্যাতিমান ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যামেরার সামনে আবারও নতুন রূপে হাজির হলেন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড তারকাদের আবেদনময়ী ছবি তোলায় খ্যাতি আছে ডাব্বুর।
তবে স্বভাবতই ৪৬ বছর বয়সী ঐশ্বরিয়া অতটা খোলামেলাভাবে পোজ দেননি। বরং যথেষ্ট মার্জিত পোশাক ও অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তার ঐশ্বরিক সৌন্দর্য। খবর জি নিউজের।
ডাব্বু প্রতিবছর তারকাদের ছবি নিয়ে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ করেন। সেটিতে অন্য অনেক তারকা যোগ-বিয়োগ হলেও ২১ বছর ধরে ঐশ্বরিয়া হয়ে আছেন নিয়মিত মুখ।
এবারের ছবিটি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঐশ্বরিয়া। ক্যালেন্ডারটিতে তিনি ছাড়াও রেখা, ক্যাটরিনা কাইফ, কৃতি শ্যানন, কারিনা কাপুর খানসহ আরও অনেক তারকার ছবি জায়গা পেয়েছে।