তারকারা ব্যস্ত সচেতনতায়

পৃথিবী জুড়ে যখন করোনার আক্রমণ, সবকিছু যখন বন্ধ, তখন বসে নেই আমাদের তারকারাও। তারা একের পর এর সচেতনতামূলক ভিডিও পোস্ট করছেন স্যোশাল মিডিয়ায়। চেষ্টা করছেন সাধারণ জনগনকে সচেতন করার। শুধু তাই নয়, পরামর্শ দিচ্ছেন- কিভাবে হাত পরিস্কার করে নিজেকে নিরাপদ রাখা যায়।
রোববার থেকে বন্ধ রয়েছে টেলিভিশন নাটকের শুটিং। এমনকি নতুন করে সিনেমার শুটিংও হচ্ছে না। আপাতত শুটিং ডাবিং ছাড়া সময় কাটাতে হচ্ছে তারকাদের। এই অলস সময়টা নতুন নতুন ভিডিও করে কাজে লাগাচ্ছেন অনেকেই।
কদিন আগে শুরুটা করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের বেডরুম বসে তার ভক্তদের জানিয়েছেন, কিভাবে করোনা ভাইরাস দূরে থাকা যায়। প্রায় ১০ মিনিটের এই ভিডিওতে তিনি তার ভক্তদের সচেতন থাকতে বলেছেন। জানিয়েছেন, তিনি শুটিং বন্ধ করে ঘরেই আছেন।
অভিনেতা মোশাররফ করিম কদিন আগে কলকাতা থেকে ফিরেছেন। তার নতুন ছবি 'ডিকশনারি'তে অভিনয় করতে সেখানে যাওয়া। ফিরে এসেই আছেন হোম কোয়ারেন্টিনে। তবে তিনি বসে নেই। নিজের ফেসবুক পেজ থেকে এসেছেন লাইভে। সচেতন করছেন ভক্তদের।
ছেলেকে নিয়ে লাইভে এসেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছড়ায় ছড়ায় শুনিয়েছেন, কিভাবে করোনো থেকে দুরে থাকা যায়। একইভাবে ছড়ায় ছড়ায় ছেলেকে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সোহানা সাবা।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনও তার মেয়েকে নিয়ে ভিডিওতে কথা বলেছেন। মেয়েকে দিয়ে দেখিয়েছেন, কিভাবে হাত পরিস্কার করতে হয়। এটুকুতেই থেমে নেই বাঁধন। তার বাসার নিচে করেছেন হাত ধোয়ার ব্যবস্থা। রেখেছেন সাবান ও হ্যান্ড স্যানিটাইজার। আইসিডিআরবির এক কর্মকর্তা বন্ধুকে সঙ্গে নিয়ে দেখিয়েছেন, কিভাবে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। ভক্তদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছেন নিজের আইডি থেকে।
করোনার কারনে অভিনেতা আরিফিন শুভ জিমে যেতে পারছেন না। ঘরে বসেই ব্যায়াম করছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি সর্তক করেছেন তার ভক্তদের।
অভিনেতা আফরান নিশোও ভক্তদের জানিয়েছেন, কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন থাকা যায় এবং দূরে রাখা যায় করোনাকে।
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া অবশ্য শুনিয়েছেন ঘরে থাকার এই সময়ে কি করে সময় কাটাবেন। তিনি প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন ফেসবুকে। জানাচ্ছেন সর্তকতামূলক বার্তা।
ঘরে থাকার অনুরোধ জানিয়ে মডেল নায়লা নাইম বলেছেন, প্রয়োজনে আমার ছবি দেখুন, তাও ঘরে থাকুন। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন তার আবেদনময়ী ছবি। প্রতিদিনই তিনি এমন ছবি আপলোড করছেন ভক্তদের জন্য।
বেশিরভাগ তারকাই সচেতন করতে প্রতিদিনই নানা ধরনের বার্তা দিচ্ছেন। কেউ আসছেন লাইভে। কেউ পোস্ট করছেন করোনা সংক্রান্ত নানা তথ্য। কেউ আবার রান্নার ভিডিও পোস্ট করছেন। অনেকে সামাজিক কাজও শুরু করেছেন। নিজের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে দেখা গেছে বেশ কজন তারকাকে।
নতুন কাজের খবর চেয়ে এসব এখন বেশি গুরুত্বপূর্ণ বলে জানালেন কয়েকজন তারকা। ভক্তরা ভালো থাকলে সামনে অনেক নতুন কাজের খবর জানানো যাবে বলে জানান তারকারা।