তামিল সিনেমার নকল করল প্যারাসাইট
অস্কারজয়ী ‘প্যারাসাইট’ যখন বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে, তখন প্লট চুরির দায়ে এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তামিল প্রডিউসার পিএল থেনাপ্পান। তার প্রযোজনায় ও কে. এস. রবিকুমারের পরিচালনায় ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘মিনসারা কান্না’র নকল করায় ‘প্যারাসাইট’-এর প্রযোজকদের বিরুদ্ধে শিগগিরই মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।
দ্য নিউজ মিনিট ডটকমকে থেনাপ্পন জানান, ‘একজন আন্তর্জাতিক আইনজীবীর সাহায্য নিয়ে সোম বা মঙ্গলবার মামলাটি করব। আমার চলচ্চিত্রের প্লট তারা (প্যারাসাইট) চুরি করেছেন। তারা যখন আমাদের কোনো কাজে তাদের চলচ্চিত্রের প্রভাব খুঁজে পান, তখন তো আমাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। আমাদেরও তাই একই কাজ করা উচিত।’
মামলায় ‘প্যারাসাইট’ প্রযোজকদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবেন তিনি।
‘প্যারাসাইট’-এর অস্কার বিজয়ের পর ‘মিনসারা কান্না’র সঙ্গে সেটির মিল পেয়ে তামিল চলচ্চিত্রের দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখান।
এই বিতর্ক আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘মিনসারা কান্না’কে আলোচনায় নিয়ে এসেছে বলে এর পরিচালক রবিকুমার বেশ আনন্দিত। তিনি জানান, তার চলচ্চিত্রের কাহিনিতে প্রভাবিত হওয়া একটি চলচ্চিত্র অস্কার জিতেছে বলে খুশি হয়েছেন। মামলার বিষয়টি একান্তই প্রযোজকের ব্যাপার বলে উল্লেখ করেছেন তামিল চলচ্চিত্রের এই খ্যাতিমান পরিচালক।
বিজয়, রম্বা, মনিকা ক্যাস্টলিনো ও খুশবু অভিনীত ‘মিনসারা কান্না’য় দেখা যায়, গাড়িচালক হিসেবে এক ধনী নারীর বাড়িতে প্রবেশ করে কাসি (বিজয়)। এরপর একে একে নিজের পরিবারের অন্য সদস্যদেরও সেই বাড়িতে নানা কাজে চাকরি নিয়ে দেয় সে। এর একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। পুরো চলচ্চিত্রজুড়ে নিজেদের সেই পরিচয় গোপন রাখে তারা।
অন্যদিকে, শ্রেণিবিবাদ ও সামাজিক বৈষম্যের ওপর আলো ফেলেছে ব্ল্যাক কমেডি ধারার ‘প্যারাসাইট’।
অবশ্য এই বিতর্কের মধ্যেই ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি চলচ্চিত্রের প্লটের মধ্যে এক ধরনের মিল থাকলেও কাজের ধরন ও মানের বিচারে ‘প্যারাসাইট’ একেবারেই আলাদা।