টেলিভিশনে ভ্যালেনটাইন আয়োজন
আজ বসন্ত, আজ ভালোবাসা দিবস। দিনটি ঘিরে দেশের টেলিভিশন চ্যানেলগুলি নানা ধরনের আয়োজন করেছে। চলুন জেনে নিই কোন চ্যানেলে আজ কেমন আয়োজন থাকছে।
দীপ্ত টিভি
বিশেষ নাটক ‘ভেরি রিসেন্টলি‘ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ । অভিনয় করেছেন অপূর্ব, তিশা।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, মাহিনের জীবনে কোনো বাধা নেই একজন ছাড়া- সেটি মাহিনের বাবা। মাহিন পুরো পৃথিবীতে শুধু তার বাবাকে ভয় পায়। বাবা তাকে মেয়ে দেখাতে নিয়ে গেলে, মাহিন নিজের প্রেমিকার বিষয়টি জানাতে পারে না। মাহিনের বাবা বৃষ্টিকে ছেলের বৌ হিসেবে পছন্দ করে। মাহিন ও বৃষ্টির বিয়ে হয়। বৃষ্টি মাহিনকে বাবার ভয় দেখিয়ে টাইট করে রাখে! এরই মধ্যে মাহিন তার প্রেমিকা সোহানির সঙ্গে দেখা করতে যায়, বৃষ্টিও তার পিছু নেয়। আর তারপর এগোতে থাকে গল্প।
রাত ১১টায় নাটক প্রচারিত হবে ‘মি অ্যান্ড ইউ- দ্য লাস্ট চ্যাপ্টার'। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, জিয়াউল হক পলাশ, তানজিম হাসান অনিক, রকি খান, রত্না খান, আজাদ প্রমুখ।
এর গল্প হলো, একটা সময় তীব্র প্রেম ছিল জারা ও সাব্বিরের। কিন্তু দুজন একসময় একে অপরকে হারিয়ে ফেলে। সাব্বির ও জারার আর কোনোদিন দেখা হয়নি, তাদের মধ্যে যোগাযোগ করার মতো কোনো উপায়ও তারা রাখেনি।
কিন্তু ধীরে ধীরে নিজেদের মধ্যে পরস্পরের অস্তিত্ব খুঁজে পাওয়ার তীব্র অনুভূতি থেকে সৃষ্টি হয় গভীর ভালোবাসা। একে অপরকে খুঁজতে থাকে তারা। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো।
শুক্রবার কোন এক মসজিদে সাব্বির ও তার বন্ধুরা জুম্মার নামাজ পড়ে বেরিয়ে দেখে, একটি মেয়ে এতিম বাচ্চাদের খাবার দিচ্ছে। ঠিক তখনই সাব্বির দেখতে পায়, মেয়েটা জারা। আর এভাবেই এগোতে থাকে গল্প।
বাংলাভিশন
নাটক ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ প্রচার হবে দুপুর ২টা ১০মিনিটে। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তাহসান, মারিয়া নূর প্রমুখ।
একই দিন বিকেল তিনটায় প্রচারিত হবে নাটক ‘আই হেইট ইউ। এটি রচনা ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। অভিনয় করেছেন নাদিয়া খানম, শামীম সরকার প্রমুখ।
বিকেল ৪টায় প্রচারিত হবে নাটক ‘প্রথম ভালোবাসা’। তালহা সাচ্চুর গল্প, সেতু আরিফের রচনা এবং হাসিব খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
‘বিউটিফুল লায়ার’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আফনান শুভর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোঃ মেহেদী হাসান জনি। নাটকে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘আনটোল্ড লাভ স্টোরি’ প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে। অভিনয়শিল্পী অপূর্বর গল্প, অপূর্ণ রুবেলের চিত্রনাট্য এবং প্রবীর রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘ফিরে এসো রুবি’ প্রচারিত হবে রাত ১১টায়। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন প্রমুখ।
মাছরাঙা টিভি
রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ভালোবাসার বিশেষ নাটক ‘ফানিমুন’। গোলাম সারওয়ার অনিকের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বির প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে- নব দম্পতি নাঈম-নাবিলা নেপালে গেছে হানিমুন করতে। দেখভালের জন্য পিএস মিশুকেও তাদের সঙ্গে পাঠায় নাবিলার বাবা। যাত্রার শুরু থেকে মিশু তাদের সঙ্গে আঠার মতো লেগে থাকে। কিছুতেই আলাদা হতে দেয় না ওদেরকে। বিশেষ করে নাবিলাকে সে একটু বেশি আগলে রাখার চেষ্টা করে। নানা কৌশলে নাবিলাকে নাঈমের কাছ থেকে সরিয়ে রাখে। তারা দুজন কাছাকাছি হলেই কোনো না কোনো ছুঁতোয় তাদের মাঝখানে এসে হাজির হয় মিশু। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।
চ্যানেল আই
বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে বিশেষ টেলিছবি ‘বর্ণ পরিচয়’। এর চিত্রনাট্য করেছেন আওরঙ্গজেব এবং পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাঈম, জেসিয়া জুটির এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, ফরহাদ মিলন, আশরাফুল আশিস প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, সবুজ শ্যামল গ্রামের সরল পরিবারের মেয়ে রুবা। পড়ে মাস্টার্স প্রথম বর্ষে। হঠাৎ একদিন তার বিয়ের প্রস্তাব নিয়ে আসে ঘটক। পাত্র ছোটবেলা থেকে থাকা কানাডা প্রবাসী। নাম ইমেল।
রুবার পরিবার এই খবর পেয়ে ইংরেজি শিখতে হুলস্থল কাণ্ড ঘটিয়ে দেয়। রুবা কিছু বুঝে উঠতে পারে না। পরিবারের চাপে তালে তাল মিলিয়ে যায়। পড়াশোনার পাশাপাশি রুবা তাঁতশিল্প নিয়ে পড়াশোনা করে নিজের মতো। এতদিন রুবার বিয়ের অনেক প্রস্তাব এসেছে। কিন্তু কোনো না কোনো কারণে রুবা সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এবার বারণ করার কোনো সুযোগ পাচ্ছে না সে। এই নিয়ে এগিয়ে চলে গল্প।
এরপর বিকেল ৪টা ০৫ মিনিটে প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে থাকছে সুপারস্টার শাকিব খান ও বুবলী জুটির চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। ছবিটি কোনো বিরতি ছাড়াই চ্যানেল আইতে দেখানো হবে।
একুশে টেলিভিশন
বিকাল ৩টায় প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘ভালোবাসা এক্সপ্রেস’। সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘সেরা নারীর সেরা রান্না’। বাবুল আক্তারের প্রযোজনায় এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতের তারকা দম্পতি আবিদা সুলতানা ও রফিকুল আলম।
রাত ১০টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘বিয়ের রাজকন্যা’। বাবুল আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন স্বপ্নিল সজীব ও প্রমি।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ কমেডি শো ‘মামা ভাগ্নের বৈঠকখানা’। জাহিদ হোসেন শোভন এবং ইমতু রাতিশের উপস্থাপনায় হাস্যরসের মধ্যে দিয়ে সাজানো অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকবেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সেলিম।
রাত ১১টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মাটির ব্যাংকে ভালোবাসা’। সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, স্নিগ্ধা মোমিন প্রমুখ।