টুইটার প্রধান ও গায়িকা শ্রেয়াকে নিয়ে নানা আলোচনা!
শ্রেয়া ঘোষাল অনেক আগে থেকেই উপমহাদেশের শীর্ষ গায়িকাদের একজন। তার বাল্যবন্ধু পরাগ আগারওয়াল কিছুদিন আগে অভিষিক্ত হয়েছেন শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটারের সিইও হিসেবে। কিন্তু এ সাফল্যের মাঝেই কিছুটা খ্যাতির বিড়ম্বনায় পড়ে গেছেন এই বন্ধু-যুগল।
পরাগের সিইও হওয়ার খবর আসার পরপরই টুইটারে তার পুরনো সব টুইট বেরিয়ে আসতে শুরু করে। ভক্তরা খুঁজে বের করেন এই যুগলের ১০ বছর আগের টুইটও। পরাগ এ ব্যাপারে এখনও মুখ না খুললেও টুইটারে বিরক্তি প্রকাশ করেছেন শ্রেয়া।
সামনে আসা টুইটগুলোর মধ্যে রয়েছে ২০১০ সালের এপ্রিলে শ্রেয়াকে ট্যাগ করে লেখা পরাগের এক টুইট, যেখানে তিনি লিখেছেন, "নিউজিল্যান্ড। একা নয়।"
আরেকটি টুইট ২০১১ সালের, যেখানে পরাগ লিখেছেন, "শ্রেয়া, লং ড্রাইভে সবসময় তোকে মনে পড়ে।"
এরকম আরও অনেক টুইটে এই দুই বন্ধুর খুনসুটি উঠে এসেছে। এক টুইটে পরাগ লিখেছেন, "ডিপিটা বেশ সুন্দর। কী খবর, কেমন আছিস?"
এসব পুরনো টুইট দ্রুত নতুন নতুন গুঞ্জনেরও জন্ম দিতে শুরু করে। তবে গুঞ্জন সামাল দিতেই কি না, গত মঙ্গলবার এ ব্যাপারে মুখ খুলেছেন শ্রেয়া নিজেই।
হাস্যরস মিশ্রিত এক টুইটে এই গায়িকা লিখেছেন, "আরে ভাই, তোমরা বাচ্চাকালের টুইট বের করছ কেন? তখন সবে টুইটার চালু হয়েছে। ১০ বছর আগের ব্যাপার-স্যাপার! তখনো বাচ্চা ছিলাম আমরা। বন্ধুরা একজন আরেকজনকে টুইট করবে না নাকি?"
সূত্র: আনন্দবাজার পত্রিকা।