জে. কে. রাউলিংকে 'মৃত' ঘোষণা, টুইটারে তোলপাড়
মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা 'হ্যারি পটার'খ্যাত ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিংয়ের নতুন উপন্যাস 'ট্রাবলড ব্লাড'। নারীদের পোশাক পরে নৃশংস হত্যাকাণ্ড চালানো এক পুরুষ সিরিয়াল কিলারকে নিয়ে লেখা এই বই ঘিরেই সমালোচনায় মুখর একদল নেটিজেন। ৫৫ বছর বয়সী এক লেখিকাকে রীতিমতো 'মৃত' ঘোষণা করে দেওয়া পোস্টে সয়লাব টুইটার!
বইটি প্রকাশ পাওয়ার আগের দিন, সোমবার রাউলিংকে নিয়ে এ ধরনের পোস্টের হিড়িক পড়ে যায়। এর আগে ট্রান্স কমিউনিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। এবার নতুন বই প্রকাশ উপলক্ষ্যে সেই সমালোচনা যেন ভদ্রতার সব মাত্রা ছাড়িয়ে গেল। 'রিপজেকেরাউলিং' হ্যাশট্যাগ দিয়ে তুমুল জনপ্রিয় এই লেখিকাকে 'মৃত' ঘোষণা করলেন অসংখ্য নেটিজেন।
টুইটারে একজন লিখেছেন, 'জে. কে. রাউলিং স্মরণে এই পোস্ট। না, তিনি মারা যাননি; তবে ট্রান্স কমিউনিটিকে বুক ভরে ঘৃণা করার মাধ্যমে নিজের ক্যারিয়ার নিজেই খুন করে ফেলেছেন। তাকে আসলে কেউ আর একদমই মনে রাখবে না।'
আরেকজন লিখেছেন, '#রিপজেকেরাউলিং। তিনি না মরলেও তার ক্যারিয়ারের মৃত্যু ঘটেছে।'
'আপনাকে বাতিল করা কঠিন বলে আপনি মৃত- এটা ধরে নেওয়াই আমাদের জন্য শ্রেয়,' লিখেছেন আরেকজন টুইটার ব্যবহারকারী।
অন্যদিকে, অন্য ভক্তরা 'রিপ' [রেস্ট ইন পিস] হ্যাশট্যাগ দেখে শুরুতে তিনি সত্যি সত্যি মারা গেছেন ভেবে শোক প্রকাশ করেছেন।
করমোরন স্ট্রাইক নামের এক প্রাইভেট ডিটেকটিভকে ঘিরে এগিয়েছে 'ট্রাবলড ব্লাড'-এর কাহিনি। তিনি এক সময় উদ্ঘাটন করেন, একজন সিজেন্ডার পুরুষ সিরিয়াল কিলার নারীদের পোশাক পরে নারী ভিকটিমদের নৃশংসভাবে হত্যা করছে।
রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে রাউলিংয়ের লেখা করমোরন স্ট্রাইক সিরিজের পঞ্চম বই এটি। এর আগে, এই সিরিজের দ্বিতীয় উপন্যাস 'দ্য সিল্কওর্ম'-এ একটি ট্রান্স চরিত্রকে 'অস্থির ও আক্রমণাত্মক' হিসেবে দেখিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট