জেমস বন্ড পুরুষ চরিত্র, কোনো নারী 'বন্ড' হবেন না: প্রযোজক

জেমস বন্ড সিনেমার প্রযোজক বারবারা ব্রকোলি জানিয়ে দিয়েছেন, 'বন্ড' চরিত্রে সবসময় একজন পুরুষ অভিনেতাই কাজ করবেন।
ইওন প্রোডাকশনের প্রধান, বারবারা বন্ড ফ্র্যাঞ্চাইজির সকল চরিত্রের জন্য অভিনেতা নির্ধারণ করেন। আবার চাইলে কাউকে বাদ দেওয়ার ক্ষমতাও আছে তার। ব্রকোলি জানিয়েছেন, ড্যানিয়েল ক্রেইগের বদলে বন্ড চরিত্রে কে থাকবেন, তা তিনি আগামী বছর আলোচনা করবেন। তবে বন্ডের ভূমিকায় যে একজন পুরুষ অভিনেতাই থাকছেন, তা নিশ্চিত।
পিএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, "জেমস বন্ড একটি পুরুষ চরিত্র। নারীদের জন্য, নারীদের সম্পর্কে এবং নারীদের মাধ্যমে তৈরি আরও অনেক অনেক চলচ্চিত্র রয়েছে এবং ভবিষ্যতেও আসবে।
আমার মনে হয়না, বন্ড এর ভূমিকায় আমাদের একজন নারীকে রাখতে হবে। হ্যাঁ, আমি বন্ডকে একজন পুরুষ হিসেবেই দেখি সবসময়।"
বর্তমান জেমস বন্ড, ড্যানিয়েল ক্রেইগ যে আর কোনো বন্ড সিনেমায় কাজ করবেন, তা মেনে নিতে কষ্টই হচ্ছে ব্রকোলির। তিনি বলেন, "আমি এক ধরনের 'অননুমোদনে'র মধ্যে আছি। আমি আসলে চাই ড্যানিয়েলই সবসময় বন্ড হিসেবে থাকুক। আমি এখনও তার বিকল্প খুঁজছি না। এ ব্যাপারে আমি ও মাইকেল (তার ভাই ও সহপ্রযোজক) আগামী বছর আলোচনা করবো।"
ক্রেইগের উত্তরসূরি ঠিক করার প্রসঙ্গে কথা বলা অনিবার্য কিনা, জানতে চাইলে প্রযোজক বলেন, "না। আমরা ড্যানিয়েল ক্রেইগের এই সময়টাকে উদযাপন করতে চাই। ক্রেইগ গত ১৫ বছর ধরে এই চরিত্রটির পেছনে যা কিছু দরকার, দিয়েছে। এখন সত্যিই তাকে নিয়ে উদযাপন করার সময়।"
প্রথম আমেরিকান পরিচালক হিসেবে একটি বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' পরিচালনা করেছেন ক্যারি জজি ফুকুনাগা। তার মতে, ক্রেইগের পরে যে ই আসুক না কেন, অভিনয়ে তাকে অত্যন্ত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
বন্ড চরিত্রে তিনি আরও বৈচিত্র্যতা দেখতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে পরিচালক বলেন, "এটা আসলে বলা কঠিন। আমার এ ব্যাপারে কোনো দৃঢ় মতামত নেই। ক্রেইগকে অনুসরণ করা যে কারো জন্য কঠিন হবে। এই যেমন, আমার বয়স যখন বিশের কোঠায়, তখন আমি বন্ড হিসেবে পিয়ার্স ব্রসনানকে খুবই পছন্দ করতাম।
কিন্তু ক্রেইগ আসার পর বন্ড চরিত্রের ধরনই পাল্টে গেল, যা আমি আগে কখনো দেখিনি। এবার আমাকে আরও প্রাপ্তবয়স্কের চোখে তাকে দেখতে হলো। আসলে যে ই বন্ড চরিত্রে আসুক না কেন, তার মধ্যে অবশ্যই সেই ক্যারিশমা এবং অভিনয়ের স্তরগুলো থাকতে হবে।"
গত সপ্তাহে ড্যানিয়েল ক্রেইগও বলেন, বন্ড চরিত্রে অবশ্যই একজন পুরুষের অভিনয় করা উচিত। ক্রেইগের ভাষ্যে, "যেখানে ছবিতে নারী ও কৃষ্ণাঙ্গদের জন্য আরও ভাল ভাল চরিত্র রয়েছে, সেখানে কোনো নারীকে কেন জেমস বন্ড হতে হবে?"
'ডাই অ্যানাদার ডে' তারকা হ্যালি বেরিসহ একাধিক অভিনেত্রী ক্রেইগের এই বক্তব্যকে সমর্থন করেছেন। হ্যালি ২০১৭ সালে এন্টারটেইনমেন্ট টুনাইট'কে বলেছিলেন, "এই সিরিজটি ইতিহাস থেকে নেওয়া, ইয়ান ফ্লেমিং এর বইয়ের গল্প থেকে। আপনি চাইলেই বন্ডকে বদলে একটা নারীতে রূপ দিতে পারেন না।"
'ক্যাপ্টেন মার্ভেল' অভিনেত্রী লাশানা লিঞ্চকে নতুন জিরো জিরো এজেন্ট চরিত্রে অভিনয় করানোর মাধ্যমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বন্ড ফ্র্যাঞ্চাইজি। প্রযোজক মনে করেন, এর মাধ্যমে তিনি কৃষ্ণাঙ্গ নারীদের পক্ষে দাঁড়িয়েছেন।
এদিকে 'ভেনম' তারকা টম হার্ডি এবং 'ব্রিজগারটন' অভিনেতা রেজি-জিন পেজকে সম্ভাব্য নতুন 'জেমস বন্ড' বলে মনে করা হচ্ছে।
৪৪ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা, হার্ডি ইতিমধ্যেই ক্রিস্টোফার নোলানের ইনসেপশন, দ্য ডার্ক নাইট রাইজেস ও ডানকার্ক এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন।
- সূত্র: ডেইলি মেইল