জীবনেও আর বিয়ে করব না: ড্রিউ ব্যারিমোর
'ফিফটি ফার্স্ট ডেটস' ও "চার্লি'স অ্যাঞ্জেলস" তারকা ড্রিউ ব্যারিমোর বলেছেন, তিনি জীবনে আর 'কখনো, কোনোদিনও, ভুলেও' বিয়ে করবেন না।
৪৫ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী তিনবার সংসার পেতেছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৫ পর জেরেমি থমাসের, ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত টম গ্রিনের এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উইল কোপেলম্যানের স্ত্রী ছিলেন তিনি। তবে চতুর্থবার কারও স্ত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ড্রিউ।
তিনি বলেন, "না, না, না, না! আমি আর কোনোদিনও বিয়ে করব না! যদিও জানি, 'কোনোদিনও করব না'- এমন কথা বলা কোনো মানুষেরই উচিত নয়; তবু আমি আরও জোর দিয়ে বলছি, 'আর কখনো, কো-নো-দি-ন-ও, বিয়ে করব না।'
তিনটি বিবাহ-বিচ্ছেদের ধকল সামলিয়ে রীতিমতো ক্লান্ত এই হলিউড ললনা। তবে প্রেমের বাঁধনে জড়াতে আপত্তি নেই তার।
ড্রিউ বলেন, 'আমার এখনো প্রচুর কাজ করা বাকি। তাই কারও সঙ্গে বিয়ের বাঁধনে জীবনকে আটকাতে চাই না। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে ব্রেকআপের পর সামনে এগিয়ে যেতে পারবেন। কিন্তু ডিভোর্সের ব্যাপারটি একেবারেই আলাদা।'
পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'আর কোনোদিনও বিশেষ কোনো মানুষের সঙ্গে দেখা হবে না আমার- ব্যাপারটা এমন নয়। হয়তো আমার বাচ্চারা যখন কলেজে যাবে কিংবা আজ থেকে এক বছর পর আমি কারও প্রেমে পড়ে যেতে পারি। এমন কাউকে খুঁজছি না যদিও, তবে হয়ে গেলে আটকাবও না। কেননা, নিজের জীবনকে আমি বড় বেশি ভালোবাসি।'
- সূত্র: ব্যাং শোবিজ