জাপানে ফারুকীর 'শনিবার বিকেল'-এর পুরস্কার জয়
মঙ্গলবার জাপানের ফুকুওকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 'কুমামোতো সিটি অ্যাওয়ার্ড' জিতে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'শনিবার বিকেল' ('স্যাটারডে আফটারনুন')।
বাংলাদেশের প্রখ্যাত এই চলচ্চিত্রকার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ইংরেজিতে তিনি লিখেন, 'চমৎকার কিছু চলচ্চিত্রের মাঝ থেকে আমাদের চলচ্চিত্রটি বেছে নেওয়ায় ফুকুওকাকে আমি ধন্যবাদ জানানোর সুযোগটি নিতে চাই! আমাদের চলচ্চিত্রকে ভোট দেওয়ায় ফুকুওকা দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আমার টিমের অভিনয়শিল্পী ও কলাকুশলীদের, যারা অবিশ্বাস্য রকমের কঠোর পরিশ্রমের মাধ্যমে চলচ্চিত্রটিকে বাস্তব করে তুলেছেন! এখন আমার একমাত্র আশা, চলচ্চিত্রটি যেন বাংলাদেশি দর্শকরা দেখতে পান!'
'শনিবার বিকেল' বিদেশের মাটিতে পুরস্কার জিতলেও হলি আর্টিজেন সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে তৈরি হওয়ার বিতর্কে এখনো দেশে সেন্সরশিপ সার্টিফিকেট পায়নি।