চলচ্চিত্র ছাড়ছেন দঙ্গল-তারকা জায়রা ওয়াসিম

রবিবার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়ে পাঁচ পাতার একটি পোস্টে অভিনয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন দঙ্গল খ্যাত তারকা জায়রা ওয়াসিম।
চলচ্চিত্র ক্যারিয়ার তাঁর বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে এবং সে কারণেই যে তিনি অভিনয় ছাড়ছেন, জায়রার পোস্টে বারবারই সে কথা উঠে এসেছে।
জায়রা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ইংরেজিতে যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায়,"পাঁচ বছর আগে যেই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমার জীবন বদলে দিয়েছে। আমি পাঁচ বছর আগে, বলিউডে পা রাখি। আমার বলিউডে কাজ নিয়ে কোনও আক্ষেপ নেই। কিন্তু আমি আর এখানে কাজ করতে পারব না। পাঁচ বছর আগে একটা সিদ্ধান্ত নিই আমি যেটা আমার জীবন বদলে দেয়, বলিউডে পা রাখার জন্য জনপ্রিয়তার দরজা খুলে যায়। মানুষের পছন্দের তালিকায় চলে আসি আমি। যুবসমাজের প্রতীক হিসাবেও আমাকে নানাদিক দিয়ে চিহ্নিত করা হয়। আমার এই যাত্রা অনেক মুশকিলে ভরা ছিল, আমি আমার অন্তরআত্মার সাথে লড়েছি ওই দিন গুলোতে। ছোট জীবনে এত বড় লড়াই আমি লড়তে পারব না। আমি সবেমাত্র নিজের চিন্তাভাবনা প্রকাশ করা শুরু করেছিলাম কিংবা কাজ করছিলাম কিন্ত এখন মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য নয়। এটা ভালোবাসার জায়গা ছিল কিন্তু তাঁর মাঝেও অনেকে আমাকে আলাদা করে রেখেছেন। কিন্তু নিজের কাজ চালানোর আমি যতই চেষ্টা করি এই পথে বাঁধা হয়ে দাঁড়ায় আমার ধর্ম। আর এই জন্য বলিউড থেকে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।"---
এর পর জায়রা লিখেছেন,‘আমি বুঝতে পেরেছি আমি বহু দিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করে চলাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দর ভাবে ফিট হতে পারব কিন্তু আমি এটার জন্য নয়। এই ফিল্ড আমাকে অনেক ভালবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই ফিল্ড আর যেটা করেছে তা হল আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ইমান (বিশ্বাস)-এর থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’...
আর এই পোস্টের মাধ্যমেই নিজের পাঁচ বছরের জনপ্রিয়তায় ইতি টানলেন জায়রা ওয়াসিম।