ঘুষের বিনিময়ে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের!
বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন রণবীর সিং। একের পর এক হিট ছবি এবং সেই সাথে আরেক হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাডুকোনের স্বামী হওয়ার সুবাদে বরাবরই আলোচনায় থাকেন তিনি। কিন্তু এবার 'বাজিরাও মাস্তানি' তারকাকে নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন স্বঘোষিত সমালোচক কামাল আর খান বা কেআরকে। বিতর্কিত এই সমালোচকের দাবি, নিজের প্রতিভার জোরে নয়, বরং ঘুষের বিনিময়ে বলিউডে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের!
কেআরকে দাবি করেছেন, ২০ কোটি রূপি ঘুষের বিনিময়ে 'ব্যান্ড বাজা বারাত' ছবিতে রণবীরের অভিষেকের সুযোগ করে দিয়েছিল আদিত্য চোপড়ার প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। আর এই টাকার যোগান দিয়েছিলেন রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানি।
সম্প্রতি রানী মুখার্জি ও সাইফ আলি খান অভিনীত 'বান্টি অউর বাবলি ২' ছবিটি রিভিউ করতে গিয়ে আচমকা রণবীর সিংয়ের প্রসঙ্গ টানেন কামাল। ক্যারিয়ারের প্রথম ছবিতে আনুশকা শর্মার সাথে জুটি বেধেছিলেন এই অভিনেতা। দুষ্টুমিষ্টি বিট্টু চরিত্রটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছিলেন। সে সময় 'ব্যান্ড বাজা বারাত' ছবিটি বেশ হিট হয় এবং ধুমধাম করেই রণবীরকে বলিপাড়ায় পরিচয় করায় যশ রাজ ফিল্মস।
এক বিবৃতিতে কেআরকে বলেন, "অনেক মানুষ বলে আদি (আদিত্য চোপড়া) রণবীর সিংয়েরও অভিষেক করিয়েছে, যে কিনা আজ বড় এক তারকা। কিন্তু না, তার বাবার দেওয়া ২০ কোটি রূপি ঘুষের বিনিময়ে যশ রাজ ফিল্মস তাকে ছবিতে নিতে রাজি হয়েছিল।"
বলিউড তারকাদের নিয়ে কেআরকের হুটহাট মন্তব্য করা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সালমান খান ও তার 'রাধে' ছবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে আইনি ঝামেলায় জড়িয়েছেন কামাল।