কোবে ব্রায়ান্টের প্রতি শ্রদ্ধা গানস এন রোজেসের

মিয়ামির সুপার বোল মিউজিক ফেস্টিভ্যালে এবার সঙ্গীত পরিবেশন করেছে কিংবদন্তি রক ব্যান্ড গানস এন’রোজেস। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার রাতে গানস এন রোজেসের শুক্রবারের পরিবেশনার সঙ্গে বাড়তি আকর্ষণ ছিল জনপ্রিয় র্যাপ তারকা স্নুপ ডগের উপস্থিতি। গানস এন রোজেস মঞ্চে এসে দুর্ঘটনায় নিহত বাস্কেটবল সুপারহিরো কোবে ব্রায়ান্টের উদ্দেশ্যে নিজেদের বিখ্যাত ‘নকিং অন হেভেনস ডোর’ গানটি উৎসর্গ করে।
আমেরিকান এয়ারলাইন্স এরিনায় সঙ্গীত পরিবেশনের আগে আবেগঘন কণ্ঠে কোবে ব্রায়ান্টের অকালপ্রয়ানে শোক প্রকাশ করেন রোজেসের লিড ভোকালিস্ট আক্সেল রোজ। তিনি বলেন, ব্রায়ান্টের দুর্ঘটনার পর রাতে রিহার্সেল শেষে ফেরার পর প্রথম এই ঘটনা জানতে পারি। তখন মনে হয়েছিল এটা কি শুধু আমার কাছেই অবিশ্বাস্য ঠেকছে, নাকি অন্য সবাই এমনটাই ভাবছেন? আমার মনে হচ্ছিলো চারিদিক যেন ঘন কুয়াশায় ঢেকে গেছে। যেনো বনের উপর বিদ্যুতের ঝঞ্ঝা নিয়ে জড়ো হয়েছে কালো মেঘদল। সত্যিই এটা ছিল অবিশ্বাস্য।

কাব্যিক পংক্তিগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গেই শুরু হয় ‘নকিং অন হেভেনস ডোর’ গানটি। এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকেই। খবর বিলবোর্ডের।
রোববার সঙ্গীতের এ আয়োজন শেষ হওয়ার পরেই পর্দা উঠে যুক্তরাষ্ট্রের জাতীয় বাস্কেটবল খেলার অন্যতম বড় এই টুর্নামেন্টের। এর আগে তিনদিন ধরে চলে বিখ্যাত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
গত ২৬ জানুয়ারি এক হেলিকপ্টার দুর্ঘটনায় শিশু কন্যাসহ মাত্র ৪১ বছর বয়সে মারা যান কোবে ব্রায়ান্ট। জনপ্রিয় এই তারকার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যান্য শীর্ষ রাজনীতিবিদেরা শোক প্রকাশ করেন। শোকের আবহ ঘিরে ফেলে বিশ্ব ক্রীড়াঙ্গন এবং হলিউডকেও।